নয়াদিল্লি: সুশীল কুমারের বদলে যে কুস্তিগিরকে রিও অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, সেই নরসিংহ যাদব ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁর অলিম্পিকের ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
এখনও সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও বিশেষ সূত্রে জানা গিয়েছে, জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) নরসিংহের ডোপ পরীক্ষার দুটি নমুনাতেই নিষিদ্ধ পদার্থ গ্রহণের প্রমাণ পেয়েছে। গত ৫ জুলাই সোনপথের সাই কেন্দ্রে নরসিংহের ডোপ পরীক্ষা হয়। প্রথম নমুনায় ডোপিংয়ের প্রমাণ মেলার পর দ্বিতীয় নমুনাটিও পরীক্ষা করা হয়। এরপর শুক্রবার নরসিংহকে তলব করে নাডা। এই কুস্তিগির ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি যাতে রিও যেতে না পারেন, সে জন্য তাঁর শত্রুরা চক্রান্ত করছে।
নরসিংহ অভিযোগ মানতে রাজি না হলেও, নাডা তাঁর ডোপ পরীক্ষার রিপোর্ট রেসলিং ফেডারেশনের কাছে পাঠিয়ে দিয়েছে। রেসলিং ফেডারেশনও চক্রান্তের গন্ধ পাচ্ছে। ফেডারেশন কর্তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে এ বিষয়ে অবহিত করেছেন। নাডাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রক।
সোমবার রিও যাচ্ছেন কুস্তিগিররা। তাঁদের সঙ্গে নরসিংহ যাচ্ছেন না। তাঁকে যেতে নিষেধ করা হয়েছে। এই কুস্তিগিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফেডারেশন কর্তারাও কোনও মন্তব্য করতে রাজি হচ্ছেন না।
ডোপ টেস্টে ব্যর্থ, রিও যাওয়া অনিশ্চিত নরসিংহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2016 05:44 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -