মুম্বই:  একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হওয়া দ্য গ্রেটার ইন্ডিয়ান লাফটার শো বিভিন্ন কারণে এইমুহূর্তে সংবাদ শিরোনামে। শোয়ের অন্যতম কমিক শিল্পী শ্যাম রঙ্গিলাকে চ্যানেলের তরফে নির্দেশ দেওয়া হয়, তিনি যেন নরেন্দ্র মোদী এবং রাহুল গাঁধীকে কোনও ভাবেই নকল না করেন তাঁর পারফর্ম্যান্সের সময়। এরপরই শো থেকে তিনি বাদ পড়েন। তবে যখন এই কৌতুক শিল্পী শোয়ে পারফর্ম করতেন, তখন তাঁর শোয়ের বিচারক থেকে শুরু করে উপস্থাপক প্রত্যেকেই উচ্ছ্বসিত প্রশংসা করতেন। সেইরকমই এক পারফর্ম্যান্সের সময় মল্লিকা দুয়া বলেন, আপনি পারফর্ম করুন, আমি বেল বাজাই। তখন সেই কথা টেনে শোয়ের অন্যতম বিচারক অক্ষয় কুমার মল্লিকাকে বলেন, আপনি বেল বাজান, আমি আপনাকে বাজাই। সেই নিয়েই ওঠে বিতর্কের ঝড়। এবার স্বামীর সমর্থনে মুখ খুললেন স্ত্রী টুইঙ্কল খন্না বা মিসেস ফানিবোনস।


টুইটারে বিশাল বড় একটি পোস্ট লিখে টুইঙ্কল বলেন, যেকোনও কমেডি শোয়ে বিভিন্ন ধরনের মজা করা হয়।





জোকসকে স্বতস্ফূর্তভাবে নিতে জানাটাও একটা শিল্প। তারপরই তিনি বলেন, ‘বাজাও’ শব্দটি অনেক ভাবে ব্যবহার করা হয়, এবং সেটা ছেলে এবং মেয়ে সকলের ক্ষেত্রেই। এমনকি রেড এফএম-এর ক্যাচলাইনও ‘বাজাতে রাহো’। এরমধ্যে যৌনগন্ধী কোনও বক্তব্য নেই। প্রসঙ্গত, অক্ষয়ের মল্লিকাকে বলা মন্তব্য প্রসঙ্গে মল্লিকা দুয়ার বাবা সাংবাদির বিনোদ দুয়া ফেসবুকে অক্ষয়ের বিরুদ্ধে সুর চড়ান। তাঁদের দাবি, এধরনের মন্তব্যের মধ্যে যৌন-সুড়সুড়ি মূলক ইঙ্গিত রয়েছে।

এই বিতর্ক প্রসঙ্গে টুইঙ্কলের মন্তব্য, তিনি কমেডি শোয়ে বাক-স্বাধীনতা থাকার স্বপক্ষে। সেইজন্যে এআইবি রোস্ট নিয়েও যে বিতর্ক হয়েছিল, তখনও তার বিপক্ষে ছিলেন টুইঙ্কল। তবে এই বিতর্কে যেভাবে তাঁকে টানা হচ্ছে, সেটা একেবারেই অনুচিত, মত টুইঙ্কলের। আপাতত, অক্টোবরের শুরুতেই মল্লিকা দুয়া এবং কৌতুক-শিল্পী জাকির খান এবং হুসেন দালালকে শো থেকে বাদ দেওয়া হয়েছে।