টুইটারে বিশাল বড় একটি পোস্ট লিখে টুইঙ্কল বলেন, যেকোনও কমেডি শোয়ে বিভিন্ন ধরনের মজা করা হয়।
জোকসকে স্বতস্ফূর্তভাবে নিতে জানাটাও একটা শিল্প। তারপরই তিনি বলেন, ‘বাজাও’ শব্দটি অনেক ভাবে ব্যবহার করা হয়, এবং সেটা ছেলে এবং মেয়ে সকলের ক্ষেত্রেই। এমনকি রেড এফএম-এর ক্যাচলাইনও ‘বাজাতে রাহো’। এরমধ্যে যৌনগন্ধী কোনও বক্তব্য নেই। প্রসঙ্গত, অক্ষয়ের মল্লিকাকে বলা মন্তব্য প্রসঙ্গে মল্লিকা দুয়ার বাবা সাংবাদির বিনোদ দুয়া ফেসবুকে অক্ষয়ের বিরুদ্ধে সুর চড়ান। তাঁদের দাবি, এধরনের মন্তব্যের মধ্যে যৌন-সুড়সুড়ি মূলক ইঙ্গিত রয়েছে।
এই বিতর্ক প্রসঙ্গে টুইঙ্কলের মন্তব্য, তিনি কমেডি শোয়ে বাক-স্বাধীনতা থাকার স্বপক্ষে। সেইজন্যে এআইবি রোস্ট নিয়েও যে বিতর্ক হয়েছিল, তখনও তার বিপক্ষে ছিলেন টুইঙ্কল। তবে এই বিতর্কে যেভাবে তাঁকে টানা হচ্ছে, সেটা একেবারেই অনুচিত, মত টুইঙ্কলের। আপাতত, অক্টোবরের শুরুতেই মল্লিকা দুয়া এবং কৌতুক-শিল্পী জাকির খান এবং হুসেন দালালকে শো থেকে বাদ দেওয়া হয়েছে।