সচিনের পয়েন্ট টপকে ফের আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে বিরাট
Web Desk, ABP Ananda | 30 Oct 2017 02:39 PM (IST)
দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দু’টি শতরান করার সুবাদে ফের আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট এখন ৮৮৯। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেরা রেটিং পয়েন্ট ছিল কিংবদন্তী সচিন তেন্ডুলকরের। ১৯৯৮ সালে তিনি ৮৮৭ পয়েন্ট পেয়েছিলেন। আজ সচিনকে টপকে গেলেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকাল শেষ হওয়া সিরিজে ২৬৩ রান করেছেন বিরাট। এই পারফরম্যান্সের সুবাদেই তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের কাছে শীর্ষস্থান খোয়ানোর ১০ দিনের মধ্যেই ফের শীর্ষে উঠে এলেন। ভারতের ওপেনার রোহিত শর্মা গতকাল ১৪৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই সিরিজে ১৭৪ রান করেছেন। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৯৯, যা কেরিয়ারের সেরা। একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের মধ্যে রোহিত এখন সাত নম্বরে। মহেন্দ্র সিংহ ধোনি একধাপ উঠে ১১ নম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১ ফলে সিরিজ জেতার পরেও অবশ্য ভারত একদিনের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছে। ভারতের পয়েন্ট ১১৯। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১২১।