নতুন হেয়ার কাট, একেবারেই অন্য রকম চেহারায় টুইঙ্কল খন্না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2017 12:03 PM (IST)
মুম্বই: অভিনেত্রী টুইঙ্কল খন্না হলেন বলিউডের বিউটি উইথ ব্রেইনের একেবারে সঠিক উদাহরণ। একই সঙ্গে এই মহিলার কিলার লুকও আছে, আবার আছে উদ্ভাবনী শক্তি, কথা বলা এবং লেখার ক্ষমতা। টুইঙ্কলের হাস্যরস এবং কৌতুকবোধ বিশাল প্রশংসনীয়। ছবির দুনিয়া থেকে অনেক দূরে থাকলেও, টুইঙ্কলের স্টাইলিশ উপস্থিতি সবসময়ই নজর কেড়েছে। এবার তিনি নতুন হেয়ার কাটে হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। নিজের এই নতুন হেয়ার কাটের ছবি দিয়ে ইন্সটাগ্রামে এই ক্যাপশন দিয়েছেন টুইঙ্কল.....