নয়াদিল্লি: বাবা-মেয়ের একই দিনে জন্মদিন। এর থেকে বিশেষ আর কীই বা হতে পারে! আজ প্রাক্তন অভিনেত্রী ও লেখিকা ট্যুইঙ্কল খান্না (Twinkle Khanna) এবং কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার (Rajesh Khanna) জন্মদিন। এই বিশেষ দিনে বাবাকে নিয়ে বিশেষ পোস্ট করলেন ট্যুইঙ্কল।
'ড্যাডিজ্ গার্ল' (Daddy's Girl) ট্য়ুইঙ্কল খান্না এদিন একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন। রাজেশ খান্নার গালে আদুরে চুম্বন এঁকে দিচ্ছেন খুদে ট্যুইঙ্কল। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রীর পোস্ট ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তবে শুধু ছবিই নয়। একইসঙ্গে একটি আবেগঘন পোস্ট লেখেন তিনি। বুঝিয়ে দেন যে বাবাকে তিনি ভীষণ মিস করেন।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে জানান যে রাজেশ খান্না সবসময় বলতেন ট্যুইঙ্কলই তাঁর জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। তিনি লেখেন, 'তিনি সবসময় বলতেন তাঁর পাওয়া শ্রেষ্ঠ উপহার আমি, কারণ আমি পৃথিবীতে প্রথম পা রাখি তাঁর জন্মদিনে। একটি ছোট্ট তারা যে গ্যালাক্সির সবচেয়ে বড় তারাটির দিকে তাকিয়ে আছে। এটি আমাদের একসঙ্গে দিন, এখন এবং চিরকাল।'
এখন, ট্যুইঙ্কল খান্না, অক্ষয় কুমার এবং কন্যা নিতারা মলদ্বীপে সময় কাটাচ্ছেন। ট্যুইঙ্কলের জন্মদিন ও নববর্ষ সেখানেই কাটাবেন তাঁরা।
আরও পড়ুন: Rajesh Khanna Biopic: তৈরি হবে রাজেশ খান্নার বায়োপিক, জানালেন প্রযোজক নিখিল দ্বিবেদী
আজ ৭৯তম জন্মবার্ষিকী কিংবদন্তি বলিউড অভিনেতা রাজেশ খান্নার (Rajesh Khanna)। জন্মদিনের আগের সন্ধ্যায় প্রযোজক নিখিল দ্বিবেদী (Nikhil Dwivedi) রাজেশ খান্নাকে নিয়ে বায়োপিক তৈরির কথা ঘোষণা করলেন, যাঁর জন্য আসলে 'সুপারস্টার' কথাটা শুরু হয়।