নয়াদিল্লি: স্বামী 'খিলাড়ি' অক্ষয় কুমার। যাঁর স্টান্ট সিন বলিউডে বিখ্যাত। আর স্বামীর এই ধরণের চরিত্র নিয়ে কী মত স্ত্রী ট্যুইঙ্কল খন্নার? অক্ষয় স্টান্ট সিনের শ্যুটিং করতে গেলে রীতিমতো 'আতঙ্কিত' থাকেন ট্যুইঙ্কল। লেখিকা ও প্রাক্তন অভিনেত্রী ট্যুইঙ্কল খন্না তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খোলাখুলিই জানালেন তাঁর ভয়ের কথা। 


আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আক্কির পরবর্তী ছবি, স্পাই থ্রিলার 'বেল বটম'। সম্প্রতি নিজের ইনস্টাদগ্রাম হ্যান্ডলে সেই ছবিরই একটি 'বিহাইন্ড দ্য সিনস' ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ছবির অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং চলছে। চোখ ধাঁধানো ভিডিওটিতে অক্ষয় কুমারকে শ্যুটিংয়ের সময় বেশ মনোযোগ সহকারে অ্যাকশনগুলো অভ্যাস করতে দেখা যাচ্ছে। প্রত্যেকটা শট যাতে একেবারে পারফেক্ট হয়, সেই চেষ্টায় নিজের সবটা দিয়ে কাজ করছেন অভিনেতা। দর্শকেরাও বেশ উচ্ছ্বসিত ভিডিওয় অভিনেতার একাগ্রতা দেখে। বলিউডের অন্যতম 'ফিট' সেলিব্রিটি ভিডিওয় তাঁর চরিত্রটি গড়ে তোলার গল্প বলেছেন। কীভাবে কড়া ট্রেনিং চলেছে এবং এই সমস্ত সিনগুলি শ্যুট করতে কত বেশি তাঁকে পরিশ্রম করতে হয়েছে, সেই সমস্ত কথাই বলেছেন তিনি। এমনকী ভিডিওয় দেখা যাচ্ছে ট্রেনিং চলাকালীন সেটের বাকি মানুষদেরও অভিনেতা যোগ দিতে বলছেন।


ভিডিওটিতে অক্ষয় জানান, তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্নাও সেটে উপস্থিত ছিলেন, এবং বিয়ের ২০ বছর পরেও নিজে কঠিন ট্রেনিং সেশন দিয়ে স্ত্রীকে ইমপ্রেস করতে চেয়েছিলেন তিনি।


অথচ তাঁর এই ভিডিও রিপোস্ট করে ট্যুইঙ্কল কী বললেন ক্যাপশনে? 'হা হা! উল্টোদিকে, যখন ও (অক্ষয়) বহুতল বা প্লেন থেকে ঝাঁপ দেয় আমি তখন আতঙ্কে থাকি। অক্ষয় যে এখনও গোটা শরীরে আছে সেটাই আমার কাছে বেশি আনন্দের, ওর সমস্ত স্টান্টের থেকে। সাবধানে থেকো মিস্টার কে,' লিখেছেন ট্যুইঙ্কল।



'বেল বটম' এই বছরের অন্যতম বিগ বাজেট ছবি, শীঘ্রই মুক্তি পাচ্ছে সিনেমা হলে। এই ছবিতে অক্ষয় কুমারকে RAW এজেন্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ১৯৮০ সালে শুরুর দিকে ভারতকে নাড়িয়ে দিয়ে যে প্লেন হাইজ্যাকের ঘটনাগুলি ঘটছিল, তার উপরেই নির্ভর করে তৈরি ছবিটি। অভিনেত্রী লারা দত্তকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ভূমিকায় দেখা যাবে। লারার লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। বাণী কপূরকে দেখা যাবে অক্ষয়ের স্ত্রীয়ের চরিত্রে। ১৯ অগাস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। এছাড়াও অক্ষয় কুমারের 'অতরঙ্গি রে', 'রক্ষা বন্ধন', 'বচ্চন পাণ্ডে', 'সূর্যবংশী', 'মিশন লায়ন' ছবিগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে।