যোগী আদিত্যনাথকে কটাক্ষ ট্যুইঙ্কলের!
ABP Ananda, web desk | 26 Mar 2017 12:20 PM (IST)
নয়াদিল্লি: বিভিন্ন মন্তব্যের কারণে অনেক সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড অভিনেত্রী তথা অক্ষয় কুমারের পত্নী ট্যুইঙ্কল খন্না। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কার্যত কটাক্ষ করলেন ট্যুইঙ্কল। একটি অনুষ্ঠানে যোগীর মহিলাদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য সম্পর্ক ট্যুইঙ্কলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, 'তাঁর এমন আসন করা উচিত যা গ্যাস বের হতে সাহায্য করবে। এটা সিস্টেমের পক্ষে খুব ভালো'। একইসঙ্গে অক্ষয়-পত্নী বলেছেন, 'আদিত্যনাথ যোগী ফ্যাশনে বদল এনেছেন'। এ প্রসঙ্গে তাঁর একটি ট্যুইটেরও উল্লেখ করে ট্যুইঙ্কল বলেন, ‘‘এশিয়ান পেন্টসের গেরুয়াকে এই মরশুমের রঙ হিসেবে ঘোষণা করা উচিত- ট্যাগ লাইন হবে- ‘অরেঞ্চ ইস দ্য নিউ ব্রাউন’’।