নয়াদিল্লি: বিয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার দিনে একের পর এক মজাদার ট্যুইট করে স্বামী অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানালেন টুইঙ্কল খন্না। প্রথম ট্যুইটে তিনি একটি বিমানে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করে লেখেন,  ‘তোমার স্বামী বিবাহবার্ষিকীতে তোমাকে কী উপহার দিয়েছে? দুর্ভাগ্যবশত, সে আমাকে ব্যক্তিগত বিমান দেয়নি।’



দ্বিতীয় ট্যুইটে টুইঙ্কল লেখেন, ‘তোমার স্বামী বিবাহবার্ষিকীতে তোমাকে কী উপহার দিয়েছে? ও আমার ছোটবেলার ভালবাসা র লো-র সঙ্গে দেখা করিয়ে দেয়নি।’



তৃতীয় ট্যুইট টুইঙ্কল লেখেন, ‘তোমার স্বামী বিবাহবার্ষিকীতে তোমাকে কী উপহার দিয়েছে? ও নিজেই শ্রী সিংহর সঙ্গে আলিঙ্গন করেছে। আমাকে সেই সুযোগ দেয়নি।’



এরপর টুইঙ্কল আরও লেখেন, ‘তোমার স্বামী বিবাহবার্ষিকীতে তোমাকে কী উপহার দিয়েছে? সৌভাগ্যবশত, ও আমাকে ১৮ বছরের বন্ধুত্ব, আমাকে নিজের মতো কাজ করার যথেষ্ট জায়গা দিয়েছে এবং চলার পথে আমার হাত ধরে রেখেছে।’



২০০১ সালের ১৭ জানুয়ারি বিয়ে হয় অক্ষয় ও টুইঙ্কলের। তাঁদের দুই সন্তান আছে। অক্ষয় অভিনয় চালিয়ে গেলেও, টুইঙ্কল বলিউড থেকে সরে গিয়ে বই ও কলাম লিখছেন।