শো-টির দশম পর্বে এক ডাক্তারকে বলতে শোনা যায়, এই রোগে মৃতের সংখ্যা ৯০ শতাংশে পৌঁছেছে। সংলাপে বলা হয়েছে, মার্স, সার্স, করোনা সব একই গোত্রের রোগ। করোনা সোজাসুজি শ্বাসনালীকে ঘায়েল করে।
ঠিক আজকের পরিস্থিতির ছবিটাই ধরা হয়েছে ওই শো-তে। বাচ্চাদের বারবার হাত ধুতে বলা হচ্ছে। ওই শো যাঁরা দেখেছেন, তাঁরা তো এখনকার পরিস্থিত দেখে স্তম্ভিত! ভিডিও ক্লিপও শেয়ার করছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়।
এছাড়া ২০১১র ছবি ‘কনটাজিয়ন’-এর সঙ্গেও করোনা-পরিস্থিতির মিল পাচ্ছেন নেটিজেনরা।