মুম্বই: করোনা আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। প্রথম বিশ্বের দেশও সর্বশক্তি দিয়ে রুখতে পারছে না ভাইরাসের ত্রাস। কিন্তু চলচ্চিত্রপ্রেমীদের দাবি, এইরকম ভাইরাসের প্রকোপের সম্ভাবনার কথা আগেভাগেই জানিয়ে রেখেছিল এক কোরিয়ান টিভি শো। ‘মাই সিক্রেটস, টেরিয়াস’ নামে নেটফ্লিক্সে একটি জনপ্রিয় শো-এর গল্পের সঙ্গে বর্তমান করোনা পরিস্থিতির মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। ২০১৮য় এই শো দেখানো হয় ওই ওয়েব প্ল্যাটফর্মে। যদিও ভারতীয়রা এই শো-টি দেখতে পাবেন না।

শো-টির দশম পর্বে এক ডাক্তারকে বলতে শোনা যায়, এই রোগে মৃতের সংখ্যা ৯০ শতাংশে পৌঁছেছে। সংলাপে বলা হয়েছে, মার্স, সার্স, করোনা সব একই গোত্রের রোগ। করোনা সোজাসুজি শ্বাসনালীকে ঘায়েল করে।

ঠিক আজকের পরিস্থিতির ছবিটাই ধরা হয়েছে ওই শো-তে। বাচ্চাদের বারবার হাত ধুতে বলা হচ্ছে। ওই শো যাঁরা দেখেছেন, তাঁরা তো এখনকার পরিস্থিত দেখে স্তম্ভিত! ভিডিও ক্লিপও শেয়ার করছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়।

এছাড়া ২০১১র ছবি ‘কনটাজিয়ন’-এর সঙ্গেও করোনা-পরিস্থিতির মিল পাচ্ছেন নেটিজেনরা।