নয়াদিল্লি: ফ্রান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (France International Film Festival) বঙ্গের জয়জয়কার। বিদেশের মাটিতে পুরস্কৃত হল বাংলার দুই ছবি। সেরা অভিনেতার সম্মান পেলেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah) ও সেখানেই সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন বাংলার সঙ্গীতা বল্লভ (Sangita Ballav)।


ফ্রান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলার দুই ছবি


সামনেই পুজো। বড় ব্যানারের অধীনে মুক্তি পেতে চলেছে চার-চারটে বিগ বাজেট ছবি। বাঙালি মুখিয়ে আছে পুজোয় জমিয়ে বাংলা ছবি দেখবে বলে। এরই মাঝে আরও একটা সুখবর বাংলার ছবির জগতে। ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'গঁজ্ সুর সেইন্ ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Gange Sur Seine Festival) পুরস্কৃত হল বাংলার দুই ছবি। 'এ হলি কনস্পিরেসি' (একটি পবিত্র ষড়যন্ত্র) ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ভারতের অন্যতম বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহ। একই মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন 'ডেমক্কেসি' ছবির জন্য নবাগতা সঙ্গীতা বল্লভ। 


৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্যারিসে হয়ে গেল এই 'গঁজ্ সুর সেইন্ ফিল্ম ফ্যাস্টিভ্যাল'। নাসিরউদ্দিন শাহ এবং সঙ্গীতা বল্লভের হাতে তুলে দেওয়া হয় সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার। বাংলা ছবির ক্ষেত্রে সত্যি এটা গর্বের বিষয়। 'এ হলি কনস্পিরেসি' ছবিটি বাংলায় মুক্তি পেয়েছিল। এই প্রথম সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরউদ্দিন শাহ একসঙ্গে অভিনয় করেছিলেন। সঙ্গে ছিলেন অমৃতা চট্টোপাধ্যায়। ছবিটির পরিচালক শৈবাল মিত্র। কিন্তু পরিচালক তুষার বল্লভের ছবি 'ডেমক্কেসি' এখনও মুক্তি পায়নি। এরই মধ্যে ছবির অভিনেত্রী এই আন্তর্জাতিক পুরস্কার পাওয়াতে স্বাভাবিকভাবেই খুশি গোটা টিম।


আরও পড়ুন: 'Dunki': নির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে 'ডাঙ্কি', শীঘ্রই মুক্তি পেতে চলেছে টিজার


'ডেমক্কেসি' একটি সমাজ-রাজনৈতিক ইন্ডিপেন্ডেন্ট ছবি। বোঝাই যাচ্ছে 'ডেমক্রেসি'-র অপভ্রংশ 'ডেমক্কেসি'। গোপাল নামে এক গরিব বেলুন বিক্রেতার জীবন কাহিনি বলবে এই ছবি। গোপালের বউ জবা। এই জবার ভূমিকায় অভিনয় করেছেন সঙ্গীতা বল্লভ। এই গোপাল এক নেতার জুতো চুরির কেসে ফেঁসে যায়। সেখান থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। পরিচালক তুষার বল্লভের কথায়, 'আমাদের দেশে প্রান্তিক মানুষের সামাজিক-রাজনৈতিক অবস্থানটা তুলে ধরতে চেয়েছি।' সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে খুবই আনন্দিত পেয়েছেন সঙ্গীতা। এই পুরস্কার তাঁর অভিনয়ের দায়িত্ব বাড়িয়ে দিল। সঙ্গীতা বলেন, 'এই পুরস্কার পেয়ে আমার অবশ্যই খুবই ভাল লাগছে। কেরিয়ারের শুরুতেই আন্তর্জাতিক পুরস্কার পাব ভাবতে পারিনি।' প্রসঙ্গত উল্লেখযোগ্য,বাংলাদেশের 'শ্যামা কাব্য' স্পেশ্যাল জুরি আওয়ার্ড পেয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial