মুম্বই: উদয় চোপড়া সম্ভবত ভাবছেন, ফেয়ারনেস ক্রিম বিতর্কে না ঢোকার চেষ্টা করলেই ভাল করতেন তিনি।


রং ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন দিয়ে সমাজে বর্ণবিদ্বেষ প্রচার করা হচ্ছে অভিযোগে অভয় দেওল ফেসবুকে দীপিকা পাড়ুকোন থেকে শাহরুখ খান- সকলকে তুলোধোনা করেন। বিতর্কে আচমকা নাক গলিয়ে উদয় চোপড়া টুইট করেন, ফেয়ারনেস ক্রিম যদি বর্ণবিদ্বেষী হয়, তবে তো চুলে রং করাও বর্ণবিদ্বেষ। রং ফর্সা করার ক্রিম ব্যবহার করা ব্যক্তিগত পছন্দ, এতে কোনওরকম বিদ্বেষ নেই। তাঁর দাবি, ফেয়ারনেস ক্রিম ব্যবহারের সঙ্গে আত্মমর্যাদা জড়িত।





আর যায় কোথায়। টুইটার দুনিয়া রে রে করে হাজির হয় উদয় চোপড়ার পেজে। শুরু হয় হাসি ঠাট্টা, বিদ্রূপের বন্যা।











বাধ্য হয়ে সাইন অফ করেন উদয়। শুধু বলে যান, মানুষ তাঁকে ঘৃণা করেন, তা তিনি জানেন, কিন্তু নিজে যা ভাবেন, তা বলবেনই।