মেষ
সারাদিন প্রচুর পরিশ্রম করার জন্য শরীরে ক্লান্তি আসতে পারে। ক্ষত থেকে রোগ বাড়তে পারে। সম্পত্তি থেকে আয় হতে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদ।
বৃষ
কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য সুযোগ আসতে পারে। মাতার সঙ্গে কোনও বিবাদ থেকে সাবধান। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি।
মিথুন
বাড়িতে কোনও কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। কাজের প্রতি একটু অনীহা আসতে পারে। দাঁতের যন্ত্রণা বাড়তে পারে।
কর্কট
খেলাধুলোয় জয়লাভ হতে পারে। ব্যবসার দিকে কোনও সমস্যার সমাধান হতে পারে আজ। রাস্তাঘাটে বিপদ হতে পারে। স্ত্রীর সঙ্গে ছোট কারণে বিবাদ।
সিংহ
সকাল থেকে অধিক ব্যয় হতে পারে। শিক্ষার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয়ে আলোচনা। ব্যবসায় খরচ বৃদ্ধি।
কন্যা
আজ খুব শুভ দিন। শত্রু আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ বৃদ্ধি। চাকরির স্থানে চাপ বাড়তে পরে।
তুলা
আয় বৃদ্ধি হতে পারে, আজ পাওনা আদায়ের জন্য খুব ভাল দিন। বাড়িতে কোনও অনিষ্ট হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।
বৃশ্চিক
দুপুরের পরে ভাল খবর আসতে পারে। আজ বাইরে কোনও ভোগান্তি হওয়ার যোগ। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি। বন্ধু নিয়ে বিবাদ।
ধনু
সংসারে ব্যয় বৃদ্ধি। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। গবেষণাতে সাফল্য আসতে পারে। ব্যবসায় চিন্তা বাড়তে পারে।
মকর
শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে । প্রেমে জটিলতা বাড়তে পারে। কোনও উপহার পেতে পারেন। কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে। অার্থিক ব্যাপারে চাপ।
কুম্ভ
কোনও কারণে মনে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। হৃদরোগ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক।
মীন
নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। হজমের গণ্ডগোল হতে পারে। চাকরির জন্য ভাল যোগাযোগ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। প্রেমে অশান্তি। জ্যোতিষ শ্রী জয়দেব