কলকাতা: চর্চায় রয়েছেন উদিত নারায়ণ (Udit Narayan)। আর তাঁর সেই চর্চায় থাকার কারণ ইতিমধ্যেই সবার জানা। একটি কনসার্টে এক অনুরাগীকে চুম্বন করার কারণেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন উদিত। সাফাই দিয়েও মেলেনি রেহাই। আর এবার, চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। অনেকেই জানেন না, উদিত নারায়ণের দুটি বিয়ে। এবং সেই বিয়ে একজনের সঙ্গে বিচ্ছেদের পরে অপরজনকে বিয়ে করা নয়, একটি বিয়ের খবর লুকিয়ে অন্য আরেকটি বিয়ে করেছিলেন উদিত নারায়ণ!
সম্প্রতি এক অনুরাগীকে ঠোঁটে চুম্বন করার জন্য চর্চায় এসেছিলেন উদিত নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, অনেক অনুরাগীর সঙ্গে সেলফি তুলছেন উদিত। অনেকে তাঁর গালে এঁকেও দিচ্ছেন চুম্বন। এরমধ্যেই একটি মেয়ে তাঁর গালে চুম্বন এঁকে দিতে উদিত তাঁর ঠোঁটে চুম্বন করেন। অপ্রস্তুত হয়ে যান সেই মহিলা, সরেও যান সেখান থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন উদিত। তবে এই প্রথম নয়, এর আগেও অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালের মতো প্রথম সারির সঙ্গীতশিল্পীদের অনুমতি না নিয়েই চুম্বন করেছিলেন উদিত।
অনেকেই জানেন না, উদিত নারায়ণের একটি নয়, দুটি বিবাহ। ১৯৮৫ সালে রঞ্জনাকে বিহারে থাকাকালীন বিয়ে করেন উদিত নারায়ণ। সেই সময়ে উদিতের ততটা নাম হয়নি। সেই কারণেই রঞ্জনার সঙ্গে বিবাহের কথা জানেন না অনেকেই। এরপরে কাজের খোঁজে উদিত মুম্বইতে চলে আসেন। আর সেখানে এসেই নেপালি সঙ্গীতশিল্পী দীপার প্রেমে পড়েন উদিত। তাঁকে বিয়েও করেন। তাঁদের এক সন্তানও হয়। সেই সন্তানই আদিত্য নারায়ণ। অনেকের মতো, দীপা পর্যন্ত জানতেন না, বিহারে উদিতের এক বিবাহিত স্ত্রী রয়েছেন।
এরপরে উদিত পাটনায় একটি শো করতে আসেন। সেখানেই তাঁর হোটেলে ঢুকে তাঁর সঙ্গে প্রবল ঝামেলা করেন রঞ্জনা। তিনি বলেন, যে তিনি মিডিয়াকে জানিয়ে দেবেন যে তিনিই তাঁর প্রথম স্ত্রী। কিন্তু সেই সময়ে উদিত রঞ্জনাকে চিনতেই অস্বীকার করেন। তিনি বলেন, তিনি তাঁকে কখনও কোথাও দেখেননি। এরপরে উইমেন্স কমিশনে অভিযোগ করেন রঞ্জনা। তাঁর সঙ্গে উদিতের বিয়ের যাবতীয় নথিও দেখান। এরপরে উদিতকে উইমেন্স কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয়। আইনি চাপে পড়ে উদিত মেনে নেন, রঞ্জনাই তাঁর প্রথম স্ত্রী। তবে পরবর্তীতে রঞ্জনা উদিতের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি কেবল উদিতের স্ত্রীর মর্যাদা চেয়েছিলেন। সেটা উদিত দিয়েছেন, তাতেই তিনি খুশি।
আরও পড়ুন: Tollywood News: পরিচালকদের কাজে ফেরার আর্জিই সার, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত