মুম্বই: প্রথম দিনেই ১০.০৫ কোটি টাকার ব্যবসা করেছে বিতর্কের ঝড় তোলা ছবি 'উড়তা পঞ্জাব'।

ছবির প্রযোজক জানিয়েছেন, উত্তর ভারতেই সবথেকে ভালো সাড়া মিলেছে। বিশেষত পঞ্জাব এবং দিল্লিতে প্রথমদিনে সবথেকে বেশি ব্যবসা করেছে 'উড়তা পঞ্জাব'। সেই তুলনায় অপেক্ষাকৃত কম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেশের দক্ষিণ ও পূর্ব প্রান্তে।

ছবির ডিস্ট্রিবিউটর রাজেশ থডানি জানিয়েছেন, প্রথমদিন খুব ভালো না হলেও মোটামুটি ব্যবসা করেছে 'উড়তা পঞ্জাব'। তা প্রত্যাশার তুলনায় কম। দিল্লিতে ভালো সাড়া মিললেও রাজস্থান, গুজরাত এবং দেশের পূর্বদিকের রাজ্যগুলিতে সেরকম সাড়া মেলেনি। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

তাঁরা আশাবাদী ছিলেন, বিতর্কিত ছবিটি কৌতুহলী দর্শককে সিনেমা হলে টেনে আনবে। কিন্তু তাঁরা যেরকমটা আশা করেছিলেন, সেই তুলনায় সংখ্যাটা উৎসাহব্যঞ্জক নয়। তবে মাল্টিপ্লেক্সগুলিতে ভালো সাড়া মিলেছে।