মুম্বই: ‘উড়তা-পঞ্জাব’ ছবির নাম থেকে কেন পঞ্জাব শব্দটি বাদ দিতে বলা হয়েছে? সেন্সর বোর্ডের কাছে জানতে চাইল বম্বে হাইকোর্ট। কাল ফের এই মামলার শুনানি। ছবির বিষয়বস্তুতে খোলাখুলি সমর্থন বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগালের। ছবির মুক্তি পিছোতে চাপ ছিল পহেলাজ নিহালনির, অভিযোগ ‘উড়তা-পঞ্জাব’-এর প্রযোজকের।
‘উড়তা-পঞ্জাব’ ছবির মুক্তি ঘিরে তুঙ্গে বিতর্ক।
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমেই এককাট্টা হচ্ছে বলিউড। এই পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বম্বে হাইকোর্ট।
‘উড়তা পঞ্জাব’ থেকে ‘পঞ্জাব’ শব্দটি বাদ দেওয়ার এবং প্রায় ৮৯ টি অংশ কাটছাঁট করার নির্দেশ দিয়ে বিতর্কে জড়িয়েছেন পহেলাজ নিহালনি। সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উড়তা পঞ্জাবের প্রযোজকরা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে, ছবির নাম থেকে কেন ‘পঞ্জাব’ শব্দটি বাদ দিতে বলা হয়েছে, সে বিষয়ে সেন্সর বোর্ডের কাছে ব্যাখ্যা তলব করেন বিচারপতিরা।
অন্যদিকে, সেন্সর বোর্ডের অস্বস্তি বাড়িয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন শ্যাম বেনেগাল। উড়তা-পঞ্জাবের বিষয়বস্তু নির্বাচন নিয়ে খোলাখুলি ছবি নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট এই পরিচালক।
বারবার বিতর্কে জড়ানো সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনির বিরুদ্ধে এদিন নয়া অভিযোগ তুলেছেন ছবির প্রযোজক।
বলিউড-সেন্সর বোর্ডের এই সংঘাতের মধ্যেই ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। বিরোধীদের অভিযোগ, সেন্সর বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে ছবির মুক্তি আটকাতে চাইছে মোদী সরকার এবং অকালি সরকার। কারণ, তারা চাইছে না পঞ্জাবের ড্রাগ সমস্যার কথা গোটা দেশ জানুক।
বিজেপির সুরই পঞ্জাব সরকারে তাদের শরিক অকালি দলের গলায়। মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদলের দাবি, উড়তা-পঞ্জাব বিতর্কের সঙ্গে তাঁদের সরকারের কোনও সম্পর্ক নেই। যদিও এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ পঞ্জাব কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পঞ্জাবের কংগ্রেস নেতা অমৃন্দর সিংহ হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ১৭ জুন ‘উড়তা পঞ্জাব’ ছবির অসম্পাদিত সংস্করণ প্রকাশ করবেন তিনি।
‘উড়তা-পঞ্জাব’ থেকে ‘পঞ্জাব’ শব্দ বাদ কেন, সেন্সর বোর্ডকে প্রশ্ন আদালতের, ১৭ জুন ‘আনকাট’ ভার্সান প্রকাশের হুমকি কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 02:35 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -