মুম্বই: বিপাশা বসুর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ব্রিটেনের এক ফ্যাশন শো-র আয়োজকদের। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন বিপাশা।
সূত্রের খবর, সম্প্রতি লন্ডনের এক ফ্যাশন শোয়ে শো স্টপার হওয়ার কথা ছিল বিপাশার। কিন্তু তিনি নির্দিষ্ট দিনে সেই শোয়ে হাজির হননি। শোয়ের এক আয়োজক রনিতা শর্মা রেখি তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, বিপাশা চেয়েছিলেন তিনি যে হোটেলে থাকবেন, সেখানেই থাকুন তাঁর স্বামী করণ সিংহ গ্রোভার। এছাড়া তাঁর সেখানে তিন রাত থাকার কথা হলেও, তিনি সেটাও বাড়িয়ে পাঁচ রাত থাকতে চেয়েছিলেন। বিপাশার দাবি ছিল, এই সমস্ত কিছুর খরচই দেবে শোয়ের সংগঠকরা।
শেষ মুহূর্তে এই দাবি করে বসায় সমস্যায় পড়ে যান শোয়ের আয়োজকরা। তারপর তিনি কথা দিয়ে কথা রাখেনওনি। ফ্যাশন শোয়ে হাজিরও হননি। এরপরই বিপাশাকে অপেশাদার আখ্যা দেন শোয়ের সংগঠকরা।
এদিকে এই পোস্টের পর আক্রমণাত্মক বিপাশা টুইটে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তারপর তিনি বলেন গত পনেরো বছর ধরে তিনি এই পেশায় রয়েছেন, অপেশাদার হলে কখনওই টেকা যায় না। তারপর বিপস ইন্সটাগ্রামে লেখেন নেতিবাচক মানসিকতার মানুষের কথায় কম কান দিলে, জীবনে শান্তি বজায় থাকে।
বিপাশা ‘অপেশাদার’, শেষ মুহূর্তে বাড়তি সুবিধা চাওয়ার অভিযোগ ব্রিটেনের এক ফ্যাশন শো-র আয়োজকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2017 03:02 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -