কলকাতা: বছর শুরুতেই এক ডজন নতুন গল্প নিয়ে আসার কথা দিয়েছিল 'উরিবাবা'। উরিবাবার ইউটিউব চ্যানেলে একের পর এক বারোটা নতুন সিরিজের নাম ঘোষণা করা হয়। তার মধ্যেই অন্যতম 'উলট পুরাণ' (Ulot Puran)। মুক্তি পেল সিরিজের ট্রেলার।
'উলট পুরাণ' সিরিজের ট্রেলার প্রকাশ্যে
নববর্ষের প্রথম দিনেই মুক্তি পেল উরিবাবার নতুন সিরিজ 'উলট পুরাণ'-এর ট্রেলার। একগুচ্ছ অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে এক অন্য ধরনের গল্প বলবে এই সিরিজ। এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণাভ মিত্র (Arunava Mitra)।
সিরিজে দেখা যাবে এক মফস্বলের বয়স্ক দম্পতিকে। তাঁদের নাম নরেন আর মমতাময়ী। হঠাৎ এক সকালে এক আশ্চর্য ওষুধের প্রভাবে দুজনে পৌঁছে যাবে তাঁদের যৌবনে। খিটখিটে দাম্পত্য জীবনে বইতে শুরু করবে বসন্তের ফুরফুরে বাতাস। জীবনের উল্টো গ্রাফের এই অ্যাডভেঞ্চারে একে একে সামিল হতে শুরু করবে তাদের প্রতিবেশী পরেশ, রমা, বাড়ির দুধওয়ালা এমনকী তাদের ছেলে-মেয়েও।
গল্পে বৃদ্ধ দম্পতি হঠাৎ যৌবন ফিরে পাবে। তাদের ফেসবুক লাইভে আসক্ত মেয়ে, তাদের পরিচারিকা যার ওপর আত্মা ভর করেছে, তার একজন দুধওয়ালা প্রেমিক, প্রতিদিনের চলাফেরায় নজর দেওয়া প্রতিবেশী, সকলেই চোর আর পুলিশের এই খেলার দুঃসাহসিকতায় জড়িয়ে পড়বে।
সিরিজে অভিনয় করেছেন, উদয় শঙ্কর পাল, সুচন্দ্রা চৌধুরী, উন্মেষ গঙ্গোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, পারমিতা মুখোপাধ্যায়, দীপক হালদার, অমিত সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য, রূপায়ন মণ্ডল, অপরাজিতা ঘোষ দাস, সুশান্ত রাহা ও তিস্তা রায় বর্মন (Uday Shankar Pal, Suchandra Chowdhury, Unmesh Ganguly, Shreya Bhattacharya, Parometa Mukherjee, Deepak Halder, Amit Saha, Srabanti Bhattacharya, Rupayan Mandal, Aparajita Ghosh Das, Susanta Raha, and Teesta Roy Barman)। এই সিরিজে বেশ অন্য ধরনের চরিত্রে দেখা যাবে অপরাজিতা ঘোষ দাসকে। এপ্রিলেই মুক্তি পাবে এই সিরিজ।
আরও পড়ুন: Hridpindo First Look: নববর্ষে প্রকাশ্যে এল শিলাদিত্য মৌলিকের 'হৃদপিন্ড' ছবির প্রথম লুক