ঢাকা: ঢাকার গুলশনে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত তারিষি জৈন সহ ২০ জনকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে ময়নাতদন্তের পর নিহতদের পরিবারের হাতে তাঁদের মৃতদেহ তুলে দেওয়া হয়। তার আগে ঢাকার আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাসিনা ছাড়াও ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিবিদ, রাজনৈতিক নেতা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ। বৃষ্টি উপেক্ষা করেই শোক জ্ঞাপন করতে হাজির হন অসংখ্য সাধারণ মানুষ।
গুলশনে নিহতদের সিংহভাগই বিদেশি। তাঁদের সম্মান জানাতে বাংলাদেশ ছাড়াও ভারত, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের জাতীয় পতাকা রাখা হয়। পুষ্পস্তবক দিয়ে প্রত্যেককে শ্রদ্ধা জানান হাসিনা। এরপর মার্কিন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র ফরাজ আয়াজ হোসেন এবং বাংলাদেশী বংশোদ্ভুত ছাত্রী আবিন্তা কবীরের দেহ তাঁদের পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয়। তারিষি সহ অন্যান্য বিদেশিদের দেহ সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
আজই তারিষির শেষকৃত্য সম্পন্ন হবে। তবে দিল্লি থেকে দূরত্বের কারণে ফিরোজাবাদে নয়, গুড়গাঁতেই হবে এই শেষকৃত্য, জানিয়েছেন তারিষির কাকা রাজীব জৈন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গুলশনে নিহতদের শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2016 08:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -