লন্ডন: গুরিন্দর চাড্ডা পরিচালিত পার্টিশন-১৯৪৭ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। হুমা কুরেশি, হিউ বনভিলে, গিলিয়ান অ্যান্ডারসন, মনীশ দয়াল ও ওম পুরি অভিনীত ছবিটি ভারতে গত শুক্রবার মুক্তি পেয়েছে। ১৯৪৭-এর ভারত বিভাজন, পাকিস্তানের সৃষ্টি ও সীমান্তের উভয় পারে জনজীবনে দেশভাগের ভয়াবহ প্রভাব, ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে ছবিতে।


এহেন ছবির ওপর পাকিস্তানে নিষেধাজ্ঞার খাড়া নেমে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্যুইটারে গুরিন্দর লিখেছেন, পাকিস্তানে আমার ছবি নিষিদ্ধ হওয়া দুর্ভাগ্যজনক। চিরকাল আমার পূর্বসূরীদের দেশই থাকবে পাকিস্তান।




বিশ্বজুড়ে ছবিটি পরিবেশন করছে 'ভাইসরয়স হাউস'।