নয়াদিল্লি: প্রথম গান মুক্তি পেতেই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ধাক্কা। শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) আগামী ছবি 'পাঠান' (Pathaan) মধ্যপ্রদেশে সমস্যার সম্মুখীন হতে পারে। সে রাজ্যের শাসক দল ও বিরোধী দল, উভয়েই অভিনেত্রী গেরুয়া পোশাক (saffron outfit) পরার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
মধ্যপ্রদেশে সমস্যার মুখে 'পাঠান'
১২ তারিখ মুক্তি পেয়েছে 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং'। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর মতে ছবির পোশাক ও দৃশ্যগুলি 'অশ্লীল এবং নিন্দনীয়'। তিনি জানিয়ে দেন, ওই দৃশ্য বা পোশাক হয় বদলাতে হবে নয়তো মধ্যপ্রদেশে ছবির মুক্তি নিয়ে চিন্তাভাবনা করতে হবে তাঁদের।
এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নরোত্তম মিশ্র। তিনি বলেন, 'অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর এবং গানটি নোংরা মানসিকতা নিয়ে শ্যুট করা হয়েছে। গানের দৃশ্য ও পোশাক পরিবর্তন করতে হবে, নয়তো মধ্যপ্রদেশে ছবির প্রদর্শনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।' একইসঙ্গে দীপিকা পাড়ুকোন 'টুকড়ে টুকড়ে' গ্যাং-এর সমর্থক বলেও কটাক্ষ করেন তিনি।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা গোবিন্দ সিংহও এই গানে অভিনেত্রীর পোশাকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিকদের বুধবার তিনি বলেন, 'গানের দৃশ্য ও পোশাক অত্যন্ত আপত্তিকর। ভারতীয় সংস্কৃতিতে এ ধরনের জিনিস গ্রহণযোগ্য নয়।'
দক্ষিণপন্থী সংস্কৃতি বাঁচাও মঞ্চও এর সঙ্গে যোগ দিয়েছে এবং এই ছবি "গেরুয়া রংকে অশ্লীলতার সঙ্গে নির্লজ্জ" করছে দাবি করে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। সংস্কৃতি বাঁচাও মঞ্চের সদস্যরা দীপিকা পাড়ুকোনের পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। চন্দ্রশেখর তিওয়ারি বলেন, 'আমাদের গেরুয়া পোশাকের অপমান, যা সংস্কৃতি বাঁচাও মঞ্চ সহ্য করবে না। শাহরুখ খান, যখন হিন্দুরা আপনার সিনেমা বয়কট শুরু করল, তখন আপনার বৈষ্ণোদেবীর কথা মনে পড়ল। আপনাকে সমগ্র হিন্দু জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং সিনেমা থেকে গানটি বাদ দিতে হবে কারণ ভারতবাসীই আপনাকে সুপারস্টার বানিয়েছে। শাহরুখ খান, কেন এরকম কাণ্ড করে বারবার নিজের ভাবমূর্তি নষ্ট করেন? দেশের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।'