মুম্বই: তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সম্পর্কে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিযোগ নাকচ করে তিনি বলেছেন,  প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ এক ইভেন্ট ম্যানেজার তাঁর স্বচ্ছ ভাবমূর্তিতে কালি ছেটাতে চাইছেন। একটি প্রতারণার মামলায় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল তাঁর বাড়িতে আসার পরের দিন এই মন্তব্য করেছেন সোনাক্ষী।
গত বছরের ২৪ নভেম্বর দায়ের করা অভিযোগে মোরাদাবাদের ইভেন্ট অরগানাইজার প্রমোদ শর্মা দাবি করেন, দিল্লিতে একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে আমন্ত্রণের জন্য একটি কোম্পানিকে তিনি ২৪ লক্ষ টাকা দিয়েছিলেন। নিজের উপস্থিতির ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার পরও অভিনেত্রী আসেননি বলে অভিযোগ করেছেন তিনি।
সোনাক্ষীর ম্যানেজমেন্ট কোম্পানি ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, আয়োজকরা বারংবার স্মরণ করিয়ে দেওয়ার পরও চুক্তি অনুযায়ী অনুষ্ঠানের জন্য পেমেন্ট করতে পারেননি।
অভিযোগের তদন্তে কাটঘরের সার্কেল অফিসার সুদেশ গুপ্তা বলেছেন, সাব-ইন্সপেক্টর অজয় পাল সিংহর নেতৃত্বে তিন সদস্যের দল গত বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন। মোরাদাবাদের কাটঘর এলাকায় সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শুক্রবার তাঁর বিরুদ্ধে অভিযোগ খারিজ করেছেন সোনাক্ষী। ট্যুইট বার্তায় তিনি বলেছেন, তাঁর পক্ষ থেকে কর্তৃপক্ষকে তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে।



অভিনেত্রীর একটি লিখিত পিটিশনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের মার্চে এলাহাবাদ হাইকোর্ট তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছিল। তদন্ত সম্পূর্ণ করে পুলিশের রিপোর্ট জমা না পড়া পর্যন্ত অভিনেত্রীকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছিল আদালত। একইসঙ্গে তদন্তে সহযোগিতার ব্যাপারে আদালত অভিনেত্রীকে নির্দেশ দিয়েছিল। এই পর্বে তাঁকে কোনওভাবে বিড়ম্বনায় ফেলা যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছিল। তবে অভিনেত্রীর এফআইআর খারিজের আর্জি নাকচ করেছিল আদালত।