করাচি: নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ে আপ্লুত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিস সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন। পাক তারকা পেসার টুইট করেছেন, 'ক্রিকেট নিষ্ঠুর খেলা। সকলেই তাদের প্রাপ্য পায় এই খেলায়। অপ্রত্যাশিত কামড় দেয় মোক্ষম সময়ে। আমি শিখেছি যে, খেলাটাকে কখনও তাচ্ছিল্য করা উচিত নয়।' প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ভারত, এরকম একটি অভিযোগ পাক শিবির থেকে আগেই তোলা হয়েছিল। ওয়াকারের টুইট যেন সেই দিকেই ইঙ্গিত করছে বলে মত কোনও কোনও মহলের।
প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি আগেই অভিযোগ করেছিলেন যে, পাকিস্তানকে শেষ চারের দৌড় থেকে ছিটকে দিতে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারতে পারে ভারত। সেই বাসিত এখন বলেছেন, 'আমি আগেই বলেছিলাম ভারত ইংল্যান্ড এবং অন্যান্য কয়েকটি দলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হারতে পারে। আজ জেতা ম্যাচ হেরে গিয়েছে ভারত। এটাই সুবিচার।'
প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, 'সেমিফাইনাল দুদিনে গড়ালে পরে ব্যাট করা দলের কাছে পরিস্থিতি কঠিন হয়ে যায়। হেনরি ও বোল্ট শুরুতেই বিপজ্জনক বল করে ভারতকে ধাক্কাটা দিয়েছিল।'
মঈন খানের কটাক্ষ, 'ওদের সমস্যা ছিল ব্যাটিং অর্ডারের চার ও পাঁচ নম্বর জায়গা নিয়ে। সেমিফাইনালে সেটাই ভুগিয়েছে। ভাল দলেরও খারাপ দিন আসে। দুর্ভাগ্য়বশত, সেমিফাইনালে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছে।'
পাকিস্তানের ক্রিকেট লিখিয়ে ওমের আলাভি বলেছেন, 'ভারতের হারে পাকিস্তানের এত মানুষের আনন্দের কারণ দুই দেশের মধ্যে সাম্প্রতিক তিক্ততা। বিশেষ করে কয়েকজন ভারতীয় রাজনীতিক এবং ক্রিকেটার যেভাবে রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।'
সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ে খুশি ওয়াকার-সহ পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2019 06:13 PM (IST)
প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি আগেই অভিযোগ করেছিলেন যে, পাকিস্তানকে শেষ চারের দৌড় থেকে ছিটকে দিতে ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারতে পারে ভারত
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -