বেঙ্গালুরু: সরকার পতনের মুখে। এমতাবস্থায় দলীয় কর্মীদের মনোবল বাড়াতে নতুন কৌশল কুমারস্বামীর। বিধানসভায় আস্থাভোটের দাবি করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। এরপরই স্পিকার রমেশ কুমার জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী যখনই চাইবেন, তখনই আস্থাভোটের নির্ঘণ্ট নির্ধারণ করা হবে।
এদিন কর্নাটক বিধানসভায় আস্থাভোটের দাবি তোলেন কুমারস্বামী। সম্প্রতি, জোটের ১৬ বিধায়কের বিজেপিতে যোগদানের পর পতনের মুখে ১০-মাসের সরকার। কংগ্রেসের ১৩ জন বিধায়ক ও জেডিএসের ৩ জন পদত্যাগ করেছেন। এর পাশাপাশি, আরও ২ নির্দল বিধায়ক মন্ত্রিত্ব ছেড়ে সরকারের ওপর থেকে তাঁদের সমর্থন সরিয়ে নিয়েছে।
এদিন স্পিকারের উদ্দেশ্যে কুমারস্বামী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি আস্থাভোট করানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি যোগ করেন, পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে, আস্থাভোটে জিতলে তবেই আমার পক্ষে কাজ করা সম্ভব। ফলে, এখন সময় নষ্ট করে নিজের পদের অমর্যাদা করতে রাজি নই আমি। কুমারস্বামী জানান, তিনি স্বেচ্ছায় আস্থাভোটের দাবি করছেন। বলেন, কয়েকজন বিধায়কের সিদ্ধান্তের ফলে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। আমি ক্ষমতা দখল করে বসে থাকতে চাই না।
বর্তমানে, ২২৪ সদস্য কর্নাটক বিধানসভায় শাসক জোটের সংখ্যা ১১৬। এরমধ্যে কংগ্রেস ৭৮, জেডিএস ৩৭ ও বিএসপি ১ রয়েছে। এছাড়া, রয়েছে স্পিকারের সমর্থন। অন্যদিকে, বিজেপির রয়েছে ১০৭ জন। ম্যাজিক ফিগার ১১৩। এমতাবস্থায়, ১৬ বিধায়কের ইস্তফাপত্র গৃহীত হলে শাসক জোটের সংখ্যা ১০০-তে নেমে আসবে।
কর্নাটক: সরকার বাঁচাতে আস্থাভোট করাতে উদ্যোগী কুমারস্বামী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2019 06:37 PM (IST)
সম্প্রতি, জোটের ১৬ বিধায়কের বিজেপিতে যোগদানের পর পতনের মুখে ১০-মাসের সরকার। কংগ্রেসের ১৩ জন বিধায়ক ও জেডিএসের ৩ জন পদত্যাগ করেছেন। এর পাশাপাশি, আরও ২ নির্দল বিধায়ক মন্ত্রিত্ব ছেড়ে সরকারের ওপর থেকে তাঁদের সমর্থন সরিয়ে নিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -