কলকাতা: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) দেখতে উড়ে যাবেন আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ে। তার আগে শহরে খোশমেজাজে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রবিবার বিকেলে ধরা দিলেন বেশ আড্ডার মেজাজে। কথার ফাঁকে উঠে এল তাঁর ক্রিকেট জীবনের অনেক অজানা গল্প। পাশাপাসি ইস্পাত কারখানা তৈরি নিয়েও বড় আপডেট দিলেন সৌরভ।


জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক জানান, শালবনিতে নয়, গড়বেতায় ইস্পাত কারখানা তৈরি হবে। রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যানুয়াল কনভেনশন অ্যান্ড ভিশন কনক্লেভে এসে সাফ জানালেন মহারাজ। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। সৌরভ বলেন, 'কাজ চলছে পুরো দমে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে কাজ শেষ হবে। অনেক লোক এখানে কাজ পাবেন। আসানসোল আর পটনায় আমাদের কারখানা ইতিমধ্যেই আছে। আমি যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্পাত কারখানা করার কথা বলি, তখন বেশ অবাক হয়েছিলেন।'


রবিবার বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যানুয়াল কনভেনশন অ্যান্ড ভিশন কনক্লেভে নিজের ক্রিকেট জীবনের অনেক অজানা গল্পও শোনান সৌরভ। তিনি যখন জাতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব নিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটে গড়াপেটার কালো ছায়া। সেখান থেকে কোন মন্ত্রে ভারতীয় ড্রেসিংরুমকে সংঘবদ্ধ করেছিলেন, সেই গল্পও শোনা যায় সৌরভের মুখে। বলেন গ্রেগ চ্যাপেল জমানায় জাতীয় দল থেকে বাদ পড়া আর ঘুরে দাঁড়িয়ে প্রত্যাবর্তনের কাহিনিও। ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ফলো অন করে ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল ভারত। সেই টেস্টের তৃতীয় দিন শাশুড়ির কথা কতটা উদ্বুদ্ধ করেছিল, সেই গল্পও এদিন অনুষ্ঠানের সঞ্চালক তথা ক্রীড়া প্রশাসক সুব্রত দত্তকে বলেন সৌরভ।


সৌরভের বায়োপিক নিয়ে জোর চর্চা চলছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে আয়ুষ্মান খুরানা সৌরভের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন? এখনও চূড়ান্ত নয়। তবে এই বিষয়ে সৌরভ কন্যা সানার কাকে পছন্দ, জানালেন সৌরভ। তাঁর কথায়, 'সানা আমাকে বলল, তোমার বায়োপিক হচ্ছে আমাকে কেউ জিজ্ঞেস পর্যন্ত করল না। আমি বললাম, আমি যখন ক্রিকেট খেলতাম তখন তুই তো খুব ছোট ছিলি। যদিও সানা দমার পাত্রী নয়। আমাকে বলল, পর্দায় মায়ের চরিত্রে বেশ কয়েকজনকে ভেবে দেখতে পার। তারপরই তৃপ্তি দিমরির কথা বলে। আমি জানতে চাই, সে কে? সানাই বলল যে, অ্যানিম্যাল ছবিতে অভিনয় করেছে।' সৌরভ আরও বলেন, 'এখনও ডোনার চরিত্রে কে অভিনয় করবে ঠিক হয়নি। যারা ছবিটা করছেন, নির্মাতারাই ঠিক করবেন।'


তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। ক্রিকেটার হিসাবে পারেননি। তবে ডিরেক্টর বা মেন্টর হিসাবে একবার আইপিএল জয়ের স্বপ্ন দেখেন সৌরভ, জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে।


আরও পড়ুন: দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেই বিয়ে সারলেন কেকেআর তারকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।