কলকাতা: আকাশ সরকারের (Akash Sarkar) পরিচালনায় আসছে নতুন ছবি 'ভ্রমর' (Bhromor)। আকাশ ইন্ডি ফিল্মস ও প্যান্থার স্টুডিওজের প্রযোজনায় (production), অর্ণব পালের সহ-প্রযোজনায় আসছে এই ছবি। ছবির গল্প লিখেছেন অনির্বাণ চক্রবর্তী, সহ পরিচালক সৌরভ সিন্হা।
ছবির গল্প এক ঝলকে
'ভ্রমর' ছবির গল্পটি আবর্তিত হয়েছে বিশাখা নামের এক তরুণীকে ঘিরে। সে বহুদিন পর কলকাতায় তার মাসি অপর্ণার কাছে আসছে। ছোটবেলায় বিশাখার মা-বাবা দুর্ঘটনায় মারা যান। এবং সেই থেকে অপর্ণাই বিশাখাকে বড় করেছে, মানুষ করেছে। একজন কর্পোরেট কর্মচারী হওয়ার কারণে অপর্ণা বিশাখার মানসিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট সময় দিতে পারেনি।
অন্যদিকে বিশাখার একমাত্র প্রিয় বন্ধু অনুষ্কা যে তার মনে নানাভাবে প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বিশাখার প্রেমিক অনীক তার মানসিক চাহিদা, আবেগের খেয়াল রাখে এবং তাকে জীবনের পাঠ পড়ায়। কিন্তু হঠাৎই বিশাখার জীবনে নেমে আসে অন্ধকার যেদিন সে বাড়ি ফিরে দেখে যে অনুষ্কা মৃত। অনীক ও বিশাখা পালিয়ে যায় একটি হোটেলে। কী ঘটল তারপরে? শ্বাসরুদ্ধ করা সেই গল্পই বলবে এই ছবি। এই সিনেমা একাকীত্ব, ভালবাসা, বিশ্বাসঘাতকতা, আবেগ ও আধুনিক জীবনের কিছু অপ্রিয় সত্যের কথা বলবে।
ছবির কলাকুশলীরা
এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সমর্পিতা বসু, রীতিশা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, দেবাশিষ রায়, সোনিয়া রাহা, সুচরিতা, সপ্তর্ষি গোল, সৌরভ সাহা প্রমুখ।
আরও পড়ুন: Salman On 'Jawan' Teaser: 'জওয়ান ভাই'য়ের প্রশংসা সলমনের, শেয়ার করলেন শাহরুখের নতুন ছবির টিজার
এই ছবিতে চিত্র পরিচালক সুশোভন চক্রবর্তী ও রাহুল। কার্যনির্বাহী পরিচালক পিঙ্কি ঘোষ, এডিটর অভিজিৎ নাথ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব পাল, ঐশ্বর্য রায় কণ্ঠ দিয়েছেন।