Urfi Javed: বাবা ছিলেন রক্ষণশীল, মারধরও করতেন.. আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন উরফি!

Urfi Javed News: সদ্য একটি সাক্ষাৎকারে নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন উরফি। তিনি বলেন, খুব অল্পবয়সে তাঁর মায়ের বিয়ে হয়ে গিয়েছিল

Continues below advertisement

কলকাতা: তিনি এখন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তাঁর প্রত্যেক ছবি বা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, তাঁর বাড়ির সামনে প্রায় সবসময় থাকে ছবিশিকারিরা। তবে এই খ্যাতি খুব সহজে আসেনি তাঁর কাছে। সহজ ছিল না তাঁর ছোটবেলাটাও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন উরফি জাভেদ (Urfi Javed)।

Continues below advertisement

সদ্য একটি সাক্ষাৎকারে নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন উরফি। তিনি বলেন, খুব অল্পবয়সে তাঁর মায়ের বিয়ে হয়ে গিয়েছিল। আর তাঁর মায়ের খুব অল্প বয়সেই উরফির জন্মও হয়। উরফির বাবা তাকে মারধর করত বলে জানিয়েছিলেন উরফি। 

সাক্ষাৎকারে উরফি বলেন, 'আমার কোনও বন্ধু ছিল না। নিজের ওপর বিন্দুমাত্র আত্মবিশ্বাস ছিল না আমার। সবসময় অশান্ত মেজাজে থাকতাম। আমার সবসময় মনে হত, একজন মেয়ে হিসেবে আমি ভাল নই। সবাই আমায় এমনভাবে  দেখত, ব্যবহার করত যেন আমি আগামী প্রজন্মের জন্য একটা খারাপ উদাহরণ। এখনও সবসময় আমায় ইন্টারটেনে ট্রোলড হতে হয়। আমার মনে হয়, কোনও পরিবার, কোনও মানুষই আমায় ভালভাবে স্বীকার করবে না।'

নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন উরফি। তিনি বলেছেন, 'আমি কখনও আমার বাবার ঘনিষ্ঠ ছিলাম না। ছোটবেলায় কখনও যদি দেখতাম আমার বাবা বা মা কেউ রেগে গিয়েছেন, সেই রাগটা তাঁরা আমার ওপর বের করতেন। যদি কোনও বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশে মা-বাবা মারধর করেন, তাহলে কখোনোই সেই শিশু সঠিক শিক্ষা পেতে পারে না। তার জেদ আরও বেড়ে যায় আর ভীষণ নেতিবাচক প্রভাব পড়ে। সেই প্রভাব বয়সের সঙ্গে সঙ্গে সেই শিশুর ওপর অদ্ভুত প্রভাব ফেলে।'

এর আগে ফের একবার, রণবীর কপূর ও করিনা কপূরের সম্পর্কে মন্তব্য করা নিয়ে শিরোনামে আসেন উরফি। রণবীরের সম্পর্কে তিনি নেচিবাচক মন্তব্য করলেও করিনা প্রশংসা করেছিলেন উরফির। পাল্টা উত্তর দিতে গিয়ে উরফি কৃতজ্ঞতা জানান করিনাকে। বলেন তিনি লজ্জাও পেয়েছিলেন এই মন্তব্যে।

 

আরও পড়ুন:- WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র

আরও পড়ুন:-Car Number Plates: লাল-নীল, হলুদ-সবুজ, হরেক রংয়ের সম্ভার, গাড়ির নম্বর প্লেট দেখে বোঝা সম্ভব অনেক কিছুই

 

Continues below advertisement
Sponsored Links by Taboola