নয়াদিল্লি: মুক্তির পরেই বক্স অফিসে আগুন লাগিয়েছিল ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত ও ভিকি কৌশল আর ইয়ামি গৌতম অভিনীত এই ছবির গল্প আবর্তিত ছিল ভারতের উরি সীমান্তে পাকিস্তানের অতর্কিত আক্রমণ ও ভারতের পাল্টা আক্রমণ ঘিরে।

এবার সেরা দশ ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় জায়গা করে নিল ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’। ১১ তম সপ্তাহে ‘উরি’ ২৯ লাখ টাকার ব্যবসা করেছে। মুক্তির পর থেকে এখনও অবধি ২২৪.০৬ টাকার ব্যবসা করে ফেলেছে ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’। বাহুবলী ২, বজরঙ্গী ভাইজান, পদ্মাবত, পিকের তালিকায় এবার ঢুকে গেল ভিকি-ইয়ামির ‘উরি’ও।

বলিউডের চিত্র সমালোচক তরণ আদর্শ টুইটারে এই খবরটি জানান।




তার ইনস্টাগ্রামে পোস্ট করা সেরা দশ ব্যাবসা করা হিন্দি ছবির তালিকার ১০ নম্বরে রয়েছে ‘উরি’। প্রথম নাম রয়েছে বাহুবলী-দ্য কনক্লুসানের হিন্দি সংস্ককরণ টি। এরপর রয়েছে দঙ্গল, সঞ্জু মতো হিট সমস্ত ছবি।

‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর ব্যাবসার একটি তালিকাও শেয়ার করেন তরণ আদর্শ।




জম্মু কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনা আবাসে ঢুকে অতর্কিতে হামলা চালায় পাক সেনারা। এই হামলার প্রত্যুত্তরে সার্জিকাল স্ট্রাইক করে পাকিস্তানে ঢুকে তাদের ৩টি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনাই চিত্রিত হয়েছে ‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে।

ভিকি কৌশল ও ইয়ামি গৌতম ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, পরেশ রাওয়াল, মোহিত রায়না, কীর্তি কুলহারি ও অন্যান্যরা।