মুম্বই: ট্রোলিংয়ের জেরে তিতিবিরক্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ ঊর্মিলা মাতন্ডকর। যেভাবে তাঁর স্বামী ও পরিবারকে ট্রোলড হতে হচ্ছে, তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সব কিছুর সীমা থাকা উচিত বলেই মন্তব্য করেছেন শিবসেনা নেত্রী।
ঊর্মিলার অভিযোগ, সম্প্রতি তাঁর স্বামী মহসিন আখতারকে সন্ত্রাসবাদী বলে আক্রমণ করা হয়েছিল। এমনকি পাকিস্তানি বলেও আক্রমণ করা হয়েছে তাঁকে। তাঁর উইকিপিডিয়া পেজে গিয়ে বদলে দেওয়া হয়েছে তাঁর বাবা-মায়ের নাম। অভিনেত্রী জানিয়েছেন তাঁর মায়ের নামের পাল্টে লিখে দেওয়া হয়েছিল রুকসানা আহমেদ এবং বাবার নাম বদলে করে দেওয়া হয়েছিল শিবিন্দর সিংহ। অভিনেত্রী জানিয়েছেন এ ধরনের আক্রমণ একেবারেই বরদাস্ত নয়।তিনি জানিয়েছেন ওই নামে ভারতের কোথাও হয়তো কেউ থাকতে পারেন। কিন্তু তিনি এঁদের কাউকে চেনেন না। তাঁর বাবার নাম শ্রীকান্ত মাতন্ডকর এবং মা সুনীতা মাতন্ডকর। এরপরই ঊর্মিলা বলেছেন, ’’আমার স্বামী মহসিন শুধু মুসলিমই নন, একজন কাশ্মীরি মুসলিম। আমরা উভয়ই সমানভাবে এবং দৃঢ়তার সঙ্গে আমাদের ধর্ম অনুসরণ করি। এটাই তাদের একটা বড় সুযোগ করে দিয়েছে আমাকে এবং আমার পরিবারকে লাগাতার ট্রোল করতে। এটা খুবই দুঃখজনক।‘‘


ট্রোলবাহিনীর উদ্দেশে তাঁর কটাক্ষ, আমার গায়ের চামড়া একেবারেই মোটা নয়, আমার খুব সুন্দর ত্বক রয়েছে। কিন্তু এ ধরনের দুর্বৃত্তরা তাতেই কালি ছেটাচ্ছে। আমি মনে করি সংবেদনশীলতা মহিলাদের একটি অন্যতম শক্তিশালী বিষয়।।‘‘
২০১৬ সালে বিয়ে করেন ঊর্মিলা। বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্র ছাড়া আর কোনও তারকা সে পার্টিতে আমন্ত্রিত ছিলেন না। শিশু শিল্পী হিসেবে ঊর্মিলার রূপোলি পরদায় আত্মপ্রকাশ। নায়িকা হিসেবেও একাধিক সুপারহিট ছবি দিয়েছেল বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তাঁর ফিল্মোগ্রাফিতে রয়েছে ’রঙ্গিলা‘, ’সত্য‘, ’ভুত‘, ’এক হাসিনা থি‘ –মতো আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি লোকসভা ভোটের ফল প্রকাশের পরে কংগ্রেস ছেড়েছিলেন। দলাদলির রাজনীতির অভিযোগ তুলেই শতাব্দীপ্রাচীন দল থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। তারপর মহারাষ্ট্রে কংগ্রেসের শরিক দল শিবসেনায় রাজনীতির দ্বিতীয় ইনিংস চলছে তাঁর।