মুম্বই:  এখন অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। যাবতীয় জল্পনা খারিজ করে জানালেন রূপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনায় যোগদানকারী ঊর্মিলা মাতন্ডকর। সম্প্রতি কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। সম্প্রতি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ব্যক্তিগত সহকারী মিলিন্দ নারভেকরের সঙ্গে তিনি দেখা করেন। এরপরই বলিউড অভিনেত্রীর শিবসেনায় যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। অবশেষে ঊর্মিলা এই জল্পনা সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় বললেন, আমি অন্য কোনও দলে যোগ দিচ্ছি না।


শিবসেনা প্রধানের ব্যক্তিগত সহকারির সঙ্গে বৈঠককে সৌজন্য সাক্ষাত্ আখ্যা দিয়েছেন ঊর্মিলা। মহারাষ্ট্রে এ বছরের শেষের দিকে বিধানসভা ভোট। তার আগে এই সাক্ষাত্ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। উল্লেখ্য,  লোকসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছাড়েন ঊর্মিলা। এক বিবৃতিতে ঊর্মিলা জানিয়েছিলেন, দলের তুচ্ছ অন্তর্দ্বন্দ্বে কায়েমি স্বার্থের তাঁকে ব্যবহার করছে। এমনটা হতে দিতে তাঁর বিবেক সাড়া দিচ্ছে না।

মিলিন্দ দেওরাকে লেখা চিঠিতে ঊর্মিলা ভোটের সময় তাঁর প্রচার নিয়ে অব্যবস্থার অভিযোগ করেছিলেন কংগ্রেসের সন্দেশ কোন্ডউইলকর ও ভূষণ পাটিলের বিরুদ্ধে।