একটিতে লিখেছেন, ১৯৪৮ এর ১৭ সেপ্টেম্বর দিনটিতেই ভারতীয় বাহিনী হায়দরাবাদের দখল নিয়ে নিজামের অত্যাচারী শাসনের নাগপাশ থেকে তাকে মুক্ত করেছিল, রাজাকারদের হাতে আমাদের লোকজনের অমানবিক আচরণের অবসান ঘটিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার প্রায় ১৩ মাস বাদে আজকের দিনেই হায়দরাবাদের মানুষজন ‘স্বাধীনতা অর্জন করেন’ বলেও জানিয়েছেন রেড্ডি। ট্যুইটে লেখেন, হায়দারবাদের ভারতে সফল অন্তর্ভুক্তি ও তার ফলে আরেকটা কাশ্মীর পরিস্থিতি ঠেকানোর জন্য সর্দার পটেল ও তাঁর অপারেশনপোলোর কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এই ঐতিহাসিক দিনে আমি শ্রী সর্দার বল্লভভাই পটেল ও হায়দারাবাদের মুক্তির জন্য প্রাণ বিসর্জন দেওয়া জওয়ানদের শ্রদ্ধা জানাই।
গত ৮ সেপ্টেম্বর বিজেপির দীর্ঘদিনের দাবিমতো তিনি বলেছিলেন, তেলঙ্গানা সরকার ১৭ সেপ্টেম্বর দিনটাকে সরকারি ভাবে হায়দরাবাদের ‘মুক্তি দিবস’ হিসাবে পালন করুক। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সরকার তাঁর দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস)জোটসঙ্গী এআইএমআইএম ও ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’র জন্যই দাবিটা মানছে না। তেলঙ্গানা বিজেপি প্রতি বছরই ১৭ সেপ্টেম্বর দিনটাকে হায়দরাবাদ মুক্তি দিবস হিসাবে পালন করে, রাজ্যব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করে।