বোল্ড ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেললেন ঊর্বশী রৌতেলা
ঊর্বশীর সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখানে বলে দেওয়া দরকার, ঊর্বশী হরিদ্বারের বাসিন্দা।
২০১১ সালে মিস এশিয়ান সুপারমডেল শিরোপা জেতেন ঊর্বশী। ২০১৫ সালে তিনি মিস ইন্ডিয়া শিরোপা জেতেন।
এছাড়া, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
কিছুদিন আগে, তাঁর অভিনীত ‘হেট স্টোরি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
বলিউডে তাঁর প্রথম ছবি ‘সিং সাব দ্য গ্রেট’।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, ঊর্বশী স্বীকার করেন, তিনি সলমন খানের ভীষণ বড় ভক্ত। সুযোগ হলে, তিনি সলমনকে বিয়ে করতে ইচ্ছুক।
ঊর্বশী সেই সব অভিনেত্রীদের অন্যতম, যাঁরা খুব অল্প সময়ের মধ্যে সিনে জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এমনই বোল্ড ছবি পোস্ট করে থাকেন ঊর্বশী।
সেখানে ঊর্বশীকে দারুণ বোল্ড দেখাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী তথা মডেল ঊর্বশী রৌতেলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -