মুম্বই: সম্পর্কে রয়েছেন ঋষভ পন্থ (Rishav Pant) ও উর্বশী রাউতেলা (Urvashi Rautela)? আপাতত এই প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া। উর্বশীর প্রত্যেক পোস্টই যেন ইঙ্গিতপূর্ণ বলে মনে হয় অনুরাগীদের কাছে। আর তাই কমেন্ট বক্সে বারে বারেই ঘোরাফেরা করে পন্থের নাম।                                                                                                             


সদ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন উর্বশী। গত রবিবারই (৯ অক্টোবর) এই প্রাইভেট জেটের মধ্যে এক ছবি দিয়ে উবর্শী নিজের অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয়কে অনুসরণ করেছি এবং সেটা আমায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।'               


এরপরেই শুরু হয়ে যায় জল্পনা। পন্থও বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে ফের একবার উর্বশীর নাম জড়ায়। এরপর করবা চৌথ (Karwa Chauth)-এর পোস্টেও জল্পনা।                                                                                                                             


সদ্য শাড়ি, সিঁদুরে নিজের একটি ছবি পোস্ট করেছেন উর্বশী। সেখানে তিনি হিন্দিতে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। উর্বশী লিখছেন, 'প্রেমে পড়েছে এমন প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে বেশি দামি আর বেশি কিছু হতে পারে না। সমস্ত রীতিনীতির সঙ্গে সঙ্গে সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই প্রিয়।'


আরও পড়ুন: Srijila Guha: অভিনেত্রী, লেখিকা, এবার বেলি ডান্সেও মুগ্ধ করলেন সৃজলা!


এই পোস্টের কমেন্টে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি পন্থের জন্য করবা চৌথ রাখছেন উর্বশী? অনেকে আবার উর্বশীর কাছে অনুরোধ করেছেন, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত ঋষভ পন্থের মনঃসংযোগ নষ্ট না করতে। তারপরে নাকি তাঁরাই উর্বশীর সঙ্গে বিয়ে দেবেন ঋষভের।                                                                                 


 






তবে তাতে দমবার পাত্র নন উর্বশী। ফের অস্টেলিয়া থেকে একটি সাদা গোলাপি ঝলমলে পোশাকে ছবি আপলোড করেছেন তিনি। অনুরাগীদের শুভেচ্ছাও জানিয়েছেন করব চৌথের।