কলকাতা: এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে ৮ জনের মধ্যে কথাবার্তা হওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে এর ওপর কাজ করছিল হোয়াটসঅ্যাপ, এবার তারা সফল হয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস-এর বিটা অ্যাপ যাঁদের রয়েছে তাঁরাই এই সুবিধে পাবেন। তবে শিগগিরই পাওয়া যাবে সাধারণ হোয়াটসঅ্যাপ ভার্সনে।
এখন হাউসপার্টি, গুগল ডুয়ো, হ্যাংআউট, মিট আর জুমের মত অ্যাপে গ্রুপ কল করা সম্ভব। হোয়াটসঅ্যাপে শুধু ৪ জনই এক সঙ্গে ভিডিও কল করতে পারেন। কিন্তু বিটা ইউজাররাও এবার থেকে পারবেন এক সঙ্গে ৮ জনে ভিডিও কল করতে।
আইফোন ইউজাররা টেস্টফ্লাইট অ্যাপ ডাউনলোড করলেই ঢুকতে পারবেন হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রামে। ৮ জন মিলে ভিডিও বা ভয়েস কল- যেটা খুশি করতে পারবেন।
দেখুন কীভাবে করবেন গ্রুপ ভিডিও কল
আগে আসুন কল অপশনে। কাউকে কল করুন। ফোন রিসিভ করলে হ্যান্ডসেটের ওপর অ্যাড বা প্লাস অপশন আসবে। এটা দিয়ে আপনি আরও ৬ জনকে অ্যাড করতে পারবেন।
ব্যবস্থা করছে হোয়াটসঅ্যাপ, এক সঙ্গে কথা বলবেন ৮ জন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 03:42 PM (IST)
৮ জন মিলে ভিডিও বা ভয়েস কল- যেটা খুশি করতে পারবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -