মুম্বই: বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলা অভিনীত 'হেট স্টোরি ৪' সিনেমার মুক্তির দিন পিছিয়ে গেল। সিনেমাটি মুক্তি পাবে ৯ মার্চ। এর আগে সিনেমার মুক্তি ২ মার্চ হওয়ার কথা ছিল।
পরিচালক বিশাল পান্ড্যর 'হেট স্টোরি' সিরিজের চতুর্থ সিনেমায় ঊর্বশীর সঙ্গে প্রধান চরিত্রে দেখা যাবে করণ ওয়াহিকে।
ঊবর্শী আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমার মুক্তির নতুন দিনের কথা জানিয়েছেন।