কলকাতা: মেঘলা দুপুরে ছাদে দাঁড়িয়ে উষসী গাইছেন, 'উদাসীন থেকো না.. সাড়া দাও। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন 'শ্রীময়ী' ধারাবাহিকের 'জুন আন্টি' ওরফে উষসী চক্রবর্তী। আর সেখানেই কবীর সুমনকে শ্রদ্ধা জানিয়ে 'সাড়া দাও'-এ সুর বাঁধলেন উষসী। গীটারে সঙ্গে দিলেন নীলাব্জ নিয়োগী।


এর আগে ২৫ বৈশাখ নিজের বাড়ির ছাদে গান গেয়ে ভিডিও পোস্ট করেছিলেন উষসী। গেয়েছিলেন, 'ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালোআগুন জ্বালো'। নেটিজেনদের বেশ মনেও ধরেছিল সেই গান। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানের চর্চাও করেন উষসী। গান তাঁর কাছে ভালোলাগার। এই ভাবনা থেকেই ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন উষসী। তবে গান নয়, তার পাশাপাশি উষসীর ইউটিউব চ্যানেলে থাকবে আবৃত্তিও।


আপাতত জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'-তে অভিনয় করছেন উষসী। জুন-এর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের প্রচণ্ড পছন্দ। খলনায়িকা জুনকে এতটাই বাস্তব ভেবে নিয়েছেন দর্শকেরা, যে সোশ্যাল মিডিয়ায় বারবার বিব্রত হয়ে হয়েছে জুনকে। তবে দর্শকেরা ভালো ও বেসছেন তাঁকে। অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন অনেকেই। উষসী নামের সঙ্গে এখন জড়িয়ে গিয়েছে জুন আন্টির পরিচয়।


শুধু গান বা কবিতা নয়, এই চ্যানেলের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে কথাও বলবেন উষসী। লকডাউনে সবাই যখন ডিজিটাল মাধ্যমকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে, তখন ইউটিউব চ্যানেলে ভর করেই অনুরাগীদের কাছে পৌঁছে যেতে চাইলেন জুন আন্টি। খ্যাতনামীদের সঙ্গেও আড্ডা চলবে অভিনেত্রীর এই চ্যানেলে। ঊষসী তাঁর সহ-অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে কথাবার্তার ভিডিওতে আপলোড করবেন বলে ঠিক করেছেন। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অনুরাগীরা ধারাবাহিকের সেট থেকে সরাসরি তাঁদের পছন্দের' শিল্পীদের দেখতে পাবেন।


কেবল ছোটপর্দা নয়, বড়পর্দাতেও নিজের সাক্ষর রেখেছেন উষসী। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ব্যোমকেশের সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও 'কুসুমিতার গল্প', বেডরুম'- এর মত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উষসী।