টোকিও: মীরাবাঈ চানুর রুপো জয় ছাড়া টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের জন্য শুধুই হতাশার ছবি। সেই ছবি কি পাল্টাবে তিরন্দাজ দীপিকা কুমারীর হাত ধরে?
তিরন্দাজিতে অনবদ্য ছন্দে রয়েছেন দীপিকা। বুধবার পরপর দুই ম্যাচ জিতে তিনি মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় (১/৮ এলিমিনেশন রাউন্ড) পৌঁছে গেলেন।
বুধবার ভরতীয় সময় দুপুর দুটো নাগাদ প্রথম ম্যাচ খেলেন দীপিকা। মহিলাদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল ভুটানের কর্মা। তাঁকে ৬-০ হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুসিনো ফার্নান্ডেজ। প্রথম সেট হেরে গিয়েছিলেন দীপিকা। পরের সেটে অবশ্য তিনি ঘুরে দাঁড়ান। সেট জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন দীপিকা। তবে চতুর্থ সেট জিতে ৪-৪ করে দেন জেনিফার। তবে স্নায়ুর চাপ সামলে পঞ্চম সেট জিতে ৬-৪ ম্যাচ জিতে নেন দীপিকাই। তাঁর পরের পর্বের ম্যাচ শুক্রবার, ৩০ জুলাই।
কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিচ্ছেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের বক্সার।
৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫-০ ব্যবধানে জিতলেন তিনি। দুবারের এশীয় চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যেতে। প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা।
বুধবার অলিম্পিক্সে ভারতের দিনের শুরুটা ভাল হয়নি। মহিলাদের হকিতে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হেরে যায় ভারত। তবে ব্যাডমিন্টনে দাপট দেখান পি ভি সিন্ধু। হংকংয়ের প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে নক আউটে পৌঁছে গিয়েছেন সিন্ধু। খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-১৬।
অন্যদিকে, তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ রাউন্ডে ইউক্রেনের ওলেকস্লি হানবিনের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জেতেন ভারতের তরুণদীপ রাই। ১/৩২ রাউন্ডে ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে পৌঁছন প্রবীণ যাদবও। বিশ্বের ২ নম্বর প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চমক দেন তিনি। তবে ১/১৬ রাউন্ডে হেরে যান প্রবীণ।