কলকাতা: শীতের শহরে হাতে গরম এগ চিকেন রোল (Egg Chicken Roll), পরনে হলুদ শাড়ি, লম্বা কোট। রোলে কামড় দিয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন জুন আন্টি থুড়ি ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)।


রবিবার ফেসবুকে (Facebook) ঊষসী নিজের অনুরাগীদের জন্য পোস্ট করলেন এমনই একটি ভিডিও। তবে ভিডিও দেখে লোভ সামলাবেন না ক্যাপশন পড়ে নস্ট্যালজিয়ায় বুঁদ হবেন তা অবশ্য আপনার চয়েস।


ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, 'আমাদের ছোটবেলায় দশ টাকার মধ্যেই এগ রোল পাওয়া যেত। রঞ্জন দার কোচিং থেকে বেরিয়ে, হাত খরচের পয়সা বাঁচিয়ে ফুল বাগান মোড়ে এগ রোল খেতে খেতে পাশে মহানন্দে দাঁড়িয়ে লোকটার এগ চিকেন রোলের উপর খুব নজর দিতাম আর ভাবতাম একদিন যখন বড়লোক হব, ঠিক এই লোকটার মত হাত খরচের হিসাব না করেই রোজ এগ চিকেন রোল খাব!' (অপরিবর্তিত) ঠিক যেন সেই ভাবনার কথা মনে রেখেই খুব আয়েশ করে রোলে কামড় বসাতে দেখা গেল ঊষসীকে। তাঁর বাকি লেখায় তেমনই ইঙ্গিত!


ভিডিওটি তোলা শনিবার বিকেলে। অভিনেত্রী ক্যাপশনে আরও লেখেন, 'কাল বিকেলবেলা ছোটবেলার গড়িয়া মোড়ে এগ চিকেন রোল খেতে খেতে সত্যি বলতে কি মনে বেশ একটা বড়লোক বড়লোক ভাবও এল। দু:খ একটাই ততদিনে পঁচিশ টাকার এগ চিকেন রোল মহার্ঘ পঁচাত্তর টাকা হয়ে গিয়েছেন।' (অপরিবর্তিত) ভিডিও সৌজন্য লিখেছেন এক পুরনো বন্ধুর নাম।


 



আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Health Update: আপাতত স্থিতিশীল 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়, তবে সঙ্কটমুক্ত নন


রবিবারের সকালে এই 'লোভনীয়' ভিডিও পোস্ট হতেই কমেন্টের বন্যা। অনুরাগীরা সেখানেই নস্ট্যালজিক। শেয়ার করলেন নিজেদের অভিজ্ঞতাও।


আরও পড়ুন: Rachna Banerjee: বন্ধুদের সঙ্গে 'শ্রিভাল্লি' গানে জমিয়ে নাচলেন রচনা বন্দ্যোপাধ্যায়


অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'-তে অভিনয় করতেন। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল 'জুন আন্টি'। সেই নামেই প্রবলভাবে সাম্প্রতিককালে জনপ্রিয় হয়ে যান তিনি।