মুম্বই: ভালোবাসার দিন (Valentines Day 2022) আসতে আর মাত্র কয়েক ঘণ্টার বাকি। ভ্যালেন্টাইন্স ডে-র (Happy Valentines Day 2022) আগে আজ কিস ডে (Kiss Day)। তরুণ-তরুণীরা এই দিনটি চুম্বন দিবস (Kiss Day) হিসেবে পালন করছেন। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে তো এই দিনটিও প্রেম-সপ্তাহের এক গুরুত্বপূর্ণ দিন। চুম্বন দিবসে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে বিশেষ ছবি পোস্ট করলেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি (Adnan Sami)।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আদনান সামি। ছবিতে দুজনের গালে এবং কপালে লিপস্টিকে চুম্বনে দাগ দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অনুরাগী এবং নেট নাগরিকদের উদ্দেশে 'হ্যাপি কিস ডে'র শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে সেই ছবি অমিতাভ বচ্চনকে ট্যাগও করেছেন। আদনান সামির পোস্ট করা এই ছবি দেখে হাসিতে ফেটে পড়েছেন নেট নাগরিকরা। তাঁরাও কমেন্টে অট্টহাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রসঙ্গত, বিগ বি-র সঙ্গে আদনান সামি যে ছবি পোস্ট করেছেন, তা তাঁর জনপ্রিয় গান 'কভি নেহি'র।
আরও পড়ুন - Bollywood Celebrity Update: কেন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে ছিলেন না ধর্মেন্দ্র? জানা গেল আসল কারণ
উল্লেখ্য, গত বছরই ভারত সরকারের পক্ষ থেকে সঙ্গীতশিল্পী আদনান সামিকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতির হাত থেকে তিনি পদ্মশ্রী সম্মান নেন। কালো শেরওয়ানিতে সম্মান নেওয়ার মঞ্চে উপস্থিত ছিলেন আদনান সামি। পুরস্কার পেয়ে আপ্লুত সঙ্গীতশিল্পী আদনান সামিও। তিনি বলেন, "কখনও কখনও আপনার কাছে নিজেকে প্রকাশ করার শব্দ থাকে না।" সঙ্গীতশিল্পী বলেন, "সরকারের কাছে কৃতজ্ঞ। মানুষের প্রতি কৃতজ্ঞ, তাদের ছাড়া কিছুই সম্ভব নয়। এটা আমি আমার বাবা-মাকে উৎসর্গ করছি।" আদনান সামি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, "এটি কেবল একটি সম্মান নয়, একটি দায়িত্বও, যা আমি ভালভাবে পালন করার চেষ্টা করব।"