মুম্বই: মাত্র পাঁচ বছরের কেরিয়ার। পরপর নয়টি হিট সিনেমা। এবার বলিউড তারকা বরুণ ধবনের সাফল্যের তালিকায় মাদাম তুসো মিউজিয়ামে মোমের মূর্তি। তরুণতম ভারতীয় হিসেবে হংকংয়ে মাদাম তুসোর মিউজিয়ামে বসল ৩০ বছরের প্রতিভা বরুণের। অমিতাভ বচ্চনের পর দ্বিতীয় বলিউড অভিনেতা হিসেবে এই মিউজিয়ামে বরুণের মোমোর মূর্তি বসল।
মিউজিয়ামের ভাস্কর দল মুম্বইয়ে গিয়ে বরুণের সঙ্গে দেখা করেছিল। এরপর সিটিং প্রক্রিয়ার বিস্তারিত কাজ সম্পন্ন করে। ২০০-র বেশি মাপ নেওয়া হয়েছে। বরুণ ওই দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং তাঁর পোজ সম্পর্কে মতামত জানিয়েছেন। মিউজিয়ামের ভাস্কর দল বরুণের মাথার চুল ও চোখের রঙের মিল আনতে বিস্তর চেষ্টা করেছে।






মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন বরুণ। মাদাম তুসো পরিবারের সদস্য হতে পেরে যারপরনাই খুশি বরুণ।
এর আগে তিনি বলেছিলেন, এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। হংকংয়ে আমার মোমের মূর্তি নিয়ে আমি উচ্ছ্বসিত।
অমিতাভ ও বরুণ ছাড়াও মিউজিয়ামে রয়েছে মহাত্মা গাঁধী ও নরেন্দ্র মোদীর মোমোর মূর্তিও।