মুম্বই: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ডেভিড ধওয়ানের বড় ছেলে রোহিত ধওয়ান, অভিনেতা বরুণ ধওয়ানের বড় ভাই। শিগগিরই তিনি বাবা হতে চলেছেন। সেই সূত্রেই কাকা হচ্ছেন বরুণ। প্রসঙ্গত, ২০১৬ সালে রোহিতের পরিচালনাতেই ব্লকবাস্টার ছবি 'ঢিশুমে' অভিনয় করেছিলেন বরুণ।
এই প্রজন্মের প্রথম সন্তান আসার আনন্দে ধওয়ান পরিবারে খুশির হাওয়া। ২০১২ সালে বিয়ে হয় রোহিত-জাহ্নবীর। এখন জাহ্নবী তিন মাসের অন্তঃসত্ত্বা। 'দেশি বয়েজ', 'ঢিশুম'-এর মতো একাধিক হিট ছবি বক্সঅফিসকে উপহার দিয়েছেন তিনি।
কাকা হতে চলেছেন বরুণ ধওয়ান, দাদু হচ্ছেন ডেভিড ধওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2018 03:46 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -