দেখুন, দীনেশ কার্তিকের শেষ বলে ছক্কা
Web Desk, ABP Ananda | 19 Mar 2018 01:06 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কলম্বো: ভারতীয় ক্রিকেট দল টি-২০ ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছে। বীরেন্দ্র সহবাগের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে খেলতে নেমে জয় পায় ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাতেই প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিংহ ধোনির দল। সেই প্রতিযোগিতাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিংহ। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ত্রি-দেশীয় টি-২০ সিরিজের ফাইনালে শেষ বলে ছক্কা মেরে তেমনই একটি অসাধারণ সাফল্যের মুহূর্ত উপহার দিলেন দীনেশ কার্তিক। গতকাল চাপের মুখে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা মারেন কার্তিক। পরের বলে বাউন্ডারি। তৃতীয় বলে ফের ছক্কা। রুবেল হোসেনের এই ওভারে আরও একটি বাউন্ডারি মেরে মোট ২২ রান নেন কার্তিক। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। প্রথম পাঁচ বলে ওঠে সাত রান। শেষ বলে ছক্কা মেরে ভারতকে জেতান কার্তিক। তিনিই ভারতের জয়ের নায়ক। দেখুন কার্তিকের সেই ছক্কা