নয়াদিল্লি: 'যুগ যুগ জিও' (Jug Jugg Jeeyo) ছবির গোটা টিম এখন মস্কোয়। শ্যুটিং লোকেশন থেকে ভিডিও পোস্ট করলেন অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan) ও অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। তাঁরা দু'জনেই আপাতত রয়েছেন মস্কোয় (Moscow)।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' অভিনেতা এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক স্টোরি শেয়ার করেন। একটি গাড়ির ভিতরে বরুণ ও কিয়ারাকে বসে ভিডিও করতে দেখা যায়। প্রচণ্ড ঠান্ডায় আপাদমস্তক শীতের পোশাকে ঢেকে ভিডিও করতে দেখা গেল তাঁদের। দু'জনেই রেডি শ্যুটিংয়ের জন্য।
প্রথম ভিডিওয় বরুণকে বলতে শোনা গেল, যে ওখানকার তাপমাত্রা এই মুহূ্র্তে মাইনাস ৫ ডিগ্রি। একইসঙ্গে তিনি বলেন, 'আমরা শ্যুটের জন্য তৈরি।'
দ্বিতীয় ভিডিওয় তাঁদের দু'জনকেই কিং-এর 'তু আকে দেখলে' গানে মজতে দেখা গেল। মস্কোর রাস্তায় ছবির ক্ল্যাপস্টিক হাতেও ছবি শেয়ার করেন বরুণ ধবন।
রাজের পরিচালনায়, হিরু যশ জোহর, কর্ণ জোহর ও অপূর্ব মেহতার প্রযোজনায়, এই রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবির শ্যুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে, চণ্ডীগড়ে। কিছুদিন আগে শ্যুটিং সেট থেকে একটি ছবি পোস্ট করেন বরুণ। সাদা কালো ছবিতে স্নিগ্ধ দেখায় বরুণ-কিয়ারা জুটিকে।
এরপর কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পরে সিনেমার সেটে। শ্যুটিংয়ের মাঝেই একে একে করোনা আক্রান্ত হন বরুণ ধবন, নীতু সিংহ। ফলে থেমে ছবির কাজ। ছবিতে অনিল কপূর, মণীশ পল, নীতু সিংহও আছেন। ২০২২ সালের ২৪ জুন মুক্তি পাওয়ার কথা 'যুগ যুগ জিও' ছবির।