নয়াদিল্লি: তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে রাজস্থানের এক আইনজীবী। ভিকি ও ক্যাটরিনার (Vicky Kaushal and Katrina Kaif Marriage) বিয়ের জন্য নিরাপত্তার কারণে ৬ থেকে ১২ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই-মাধোপুর জেলার চৌথ মাতা মন্দিরে (Chauth Mata temple) যাওয়ার রাস্তা বন্ধ। সেই কারণেই অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী।


ভিকি ও ক্যাটরিনার বিয়ে হচ্ছে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় (Six Senses Fort Barwara)। সেই হোটেলের ম্যানেজার, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ (Naitrabind Singh Jadoun)। এই অভিযোগের পাশাপাশি ভক্তদের যাদের মন্দিরে যেতে সমস্যা না হয় তার পরিপ্রেক্ষিতে মন্দিরে যাওয়ার রাস্তা খুলে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন: Vicky Katrina Wedding: বিদেশি ঝাড় লণ্ঠন, কাচের মণ্ডপে সাজছে ভিকি-ক্যাটের বিয়ের আসর


অভিযোগকারী আইনজীবীর কথায়, তাঁর ওই অনুষ্ঠানের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অভিযোগে তিনি বলেন, 'চৌথ কা বারওয়ারায় শত বছরের পুরনো ঐতিহাসিক চৌথ মাতা মন্দির রয়েছে। প্রত্যেকদিন শত শত পুণ্যার্থী ওই মন্দিরে প্রার্থনা করতে যান। জেলাশাসকের তত্ত্বাবধানেই ওই হোটেল ম্যানেজার মন্দিরে যাওয়ার ওই রাস্তা ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত বন্ধ লকরে রেখেছে। ফলে মন্দিরে পৌঁছতে ভক্তদের খুবই সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখেই হোটেলের সামনে দিয়ে চৌথ মাতা যাওয়ার রাস্তা খুলে দেওয়া উচিত।'


অন্যদিকে, রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলিউডের সাম্প্রতিককালের সবথেকে চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে বলে কথা। সূত্রের খবর, যে ইভেন্ট কোম্পানিকে এই বিয়ের সমস্ত দায়-দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা বিদেশ থেকে ক্রিস্টাল বল ও ঝাড় লণ্ঠন আনিয়েছেন। বিয়েতে গোটা ব্যাপারটাই রাজকীয় হওয়া চাই, তাই এমন ব্যবস্থা। হোটেলে খুব শীঘ্রই এই সমস্ত জিনিস সাজানো হবে বলে খবর।