মুম্বই: শ্যুটিং চলছিল বরুণ ধবনের (Varun Dhawan)। আর পাঁচটা দিনের মতোই মঙ্গলবারও শ্যুটিং সারছিলেন। মেহবুব স্টুডিওয় (Mahboob Studio) কাজ করছিলেন একটি বিজ্ঞাপনের জন্য। আর সেই সময়েই ঘটে অঘটন। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তাঁর গাড়ির চালক মনোজ (Manoj)। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।


অসুস্থতার খবর পেয়ে শ্যুটিং থামিয়ে তড়িঘড়ি বরুণ ছুটে যান বান্দ্রার লীলাবতী হাসপাতালে। সেখানেই ভর্তি করানো হয়েছিল মনোজকে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। হাসপাতালেই ডাক্তাররা মনোজ সাহুকে মৃত বলে ঘোষণা করেন। 


বেশ অনেকক্ষণ হাসপাতালেই ছিলেন অভিনেতা। এরপর তাঁকে নিজের গাড়িতে বেরিয়ে যেতে দেখা যায়, মুখে ছিল মাস্ক। 


 






 






মনোজের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বরুণের ম্যানেজমেন্ট টিমের তরফে। সোশ্যাল মিডিয়ায় জানানো হয় সেই খবর। মনোজ প্রায় দশ বছরের ওপর ধরে ধবন পরিবারের এক বিশ্বস্ত কর্মচারী। বরুণের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবেও বেশ কয়েক বছর ধরেই কাজ করছিলেন।


আরও পড়ুন: Birju Maharaj Demise: পণ্ডিত বিরজু মহারাজের শেষকৃত্যে কত্থকের 'বোল' দিতে শোনা গেল ছেলে-শিষ্য-আত্মীয়দের


মনোজের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা বরুণ ধবন। তিনি অভিনেতার খুব ঘনিষ্ঠ ছিলেন বলেও খবর। সূত্রের খবর, মনোজের পরিবারের দায়িত্ব এবার নিতে চলেছেন বরুণ ধবন।