বরুণ নিজে এক টুইট করে আজ এই খবরটি ঘোষণা করেন।
তরুণ অভিনেতার কাছে এটা বিশাল সম্মানের। বরুণের কথায়, তিনি এই মোমের মূর্তি দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরে টিনসেল টাউনে পা রাখা বরুণের। এছাড়াও তাঁর কিটিতে রয়েছে হাম্পটি শর্মা কি দুলহানিয়া, এবিসিডি-২, ম্যাঁয়ে তেরা হিরো, বদ্রীনাথ কি দুলহানিয়া, বদলাপুর এবং জুড়ুয়া-টুর মতো একাধিক হিট ছবি।
প্রসঙ্গত, মাদাম তুসোয়ে এই মোমের মূর্তি তৈরির জন্যে হংকং থেকে একদল শিল্পী মুম্বই এসেছেন। এখানেই তাঁরা বরুণের সঙ্গে বসবেন। প্রায় দুশোটির ওপর মাপ নেওয়া হয়েছে। ওই দলের সদস্যরা বরুণের চুল এবং চোখের মণির রঙের নমুনা সংগ্রহ করেছেন। মাদাম তুসোর জেনারেল ম্যানেজার জেনি ইউ জানিয়েছেন, বরুণের মূর্তি তৈরির জন্যে তাঁদের কাছে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে। হংকংয়ে বলিউডের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই বরুণের মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছে মাদাম তুসোর আধিকারিকরা।