নয়াদিল্লি: কয়েকদিন আগেই পরমাণু অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি দিলেও, এখন সম্পূর্ণ উল্টো সুর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। তাঁর দাবি, পাকিস্তান যুদ্ধ শুরু করবে না। আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে বলেও আশা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী।
লাহৌরে গভর্নরের বাসভবনে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে ইমরান বলেন, ‘আমরা কখনও যুদ্ধ শুরু করব না। ভারত ও পাকিস্তান দু’দেশই পরমাণু শক্তিধর। উত্তেজনা ছড়ালে সারা বিশ্বেরই বিপদ। আমি ভারতকে বলতে চাই, যুদ্ধ কোনও সমস্যারই সমাধান নয়। যুদ্ধে যে পক্ষ জেতে, তাদেরও পরাজয় হয়। যুদ্ধের ফলে নানা সমস্যার জন্ম হয়।’
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় আমি বলেছিলাম, আমরা আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে পারি।’
মোদিকে বলেছি আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যা মেটানো যায়, আমরা যুদ্ধ শুরু করব না, দাবি ইমরানের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2019 09:55 AM (IST)
আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করা যাবে বলেও আশা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -