অভিনেত্রী পূজা হেগড়েকে নিয়ে কী ভাবছেন বরুণ তেজ? জানলে চমকে যাবেন!
Web Desk, ABP Ananda | 24 Sep 2019 04:48 PM (IST)
ওই সাক্ষাৎকারে সঞ্চালিকা বরুণকে প্রশ্ন করেন, তিনি সাই পল্লবী, রাশি খান্না ও পূজা হেগড়ের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে পছন্দ করবেন? জবাবে তিনি যা বললেন!
মুম্বই: সুযোগ পেলে সময় কাটাতে চান অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। রাখঢাক না করে সাফ জানালেন তেলুগু অভিনেতা বরুণ তেজ। ২০১৪ সালে ‘মুকুন্দা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বরুণ ও পূজা। সেই থেকেই পরিচয় দুজনের। তবে এখন শুধু পরিচয়েই সম্পর্কটা বেঁধে রাখতে চান না বরুণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানিয়েছেন বরুণ। ওই সাক্ষাৎকারে সঞ্চালিকা বরুণকে প্রশ্ন করেন, তিনি সাই পল্লবী, রাশি খান্না ও পূজা হেগড়ের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে পছন্দ করবেন? জবাবে বরুণ বলেন, তিনি রাশি খান্নার প্রাণ নিতে চান। সাই পল্লবীকে বিয়ে করতে চান, আর পূজা হেগড়ের সঙ্গে ‘হুক আপ’ করতে চান। নেটদুনিয়ায় এখন পূজা হেগড়ে খুবই জনপ্রিয়। তিনি তাঁর অনুরাগীদের সঙ্গেও যোগাযোগ রাখেন সোশ্যাল মিডিয়া মারফত।