কলকাতা: একদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra), ইতিমধ্যেই আরও একটা খারাপ খবর এল বলিউডের জন্য। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra)-কে। নভেম্বরের ৮ তারিখে, লীলাবতি হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতাকে। গত কয়েকদিন, চিকিৎসকদের বিশেষ যত্নে রয়েছেন তিনি। সূত্রের খবর, এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন অভিনেতা। বড় কোনও সমস্যা না হলে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে অভিনেতাকে।

Continues below advertisement

আইএএনএস সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতা হার্টের সমস্যা ও ভাইরাল ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক জালিল পারেখ বলছেন, ' ২ দিন আগে, বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পরিবার, কার্ডিওলজিস্ট চিকিৎসক নীতিন গোখলের তত্ত্বাবধানে তাঁকে এখানে ভর্তি করেন। এখানে আসার সময়ে, তাঁর হার্টে সমস্যা ছিল। পাশাপাশি তাঁর শরীরে ভাইরাল ইনফেকশন ও ছিল। অভিনেতার ফুসফুসে ইনফেকশন ছিল, সেটার তড়িঘড়ি চিকিৎসা করা হয়েছে। এই মুহূর্তে উনি আইসিইউ-তে নেই। ওঁকে একটা একটা ঘরে রাখা হয়েছে। তবে ওঁর স্বাস্থ্যের পরিস্থিতি একেবারেই জটিল নয়। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান অভিনেতা।

ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রেম চোপড়া। নিজের কেরিয়ারে একাধিক ছবিতে, একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। পঞ্জাবি ছবির হাত ধরেই রুপোলি পর্দায় তাঁর যাত্রা শুরু। তাঁর অভিনীত ছবি চৌধুরী কর্নেল সিং (Chaudhary Karnail Singh) জাতীয় পুরষ্কার পায় ১৯৬০ সালে। এরপরে, ১৯৬৫ সালে 'শহিদ' ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন প্রেম চোপড়া। ছক ভেঙে, এই ছবিতে ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রেম চোপড়া সবচেয়ে বেশি পরিচিত ছিলেন নেতিবাচক চরিত্রেই। নেতিবাচক চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয়ই তাঁকে পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে।

Continues below advertisement

১৯৬০ থেকে শুরু করে ১৯৯০, একাধিক সফল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রেম চোপড়া। পেয়েছেন একাধিক পুরস্কার আর দর্শকদের অগাধ ভালবাসা। দীর্ঘ কেরিয়ারে, ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রেম চোপড়া। বলিউডের অন্যতম পরিচিত মুখ তিনি। রাজেশ খন্নার সঙ্গে তাঁর অভিনয়ের জুটি ছিল কিংবদন্তি। একসঙ্গে ১৯টা ছবিতে কাজ করেছেন তাঁরা। প্রত্যেকটা ছবিই বক্সঅফিসে ভাল ফল করেছিল। বয়সকালে অবশ্য বেশ কিছু ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন প্রেম চোপড়া।