১৯৬৪ সালে তাঁর প্রথম ছবি ‘ইয়া মালাক’। এর পরে ‘শোলে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘নাগিনা’, ‘কুরবানি’, ‘কর্জ’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি। মারাঠি ও হিন্দি ছবি মিলিয়ে তাঁর ছবির সংখ্যা প্রায় ৩০০।
বড়পর্দার পাশাপাশি টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তার মধ্যে ‘জবান সামালকে’-তে তাঁর অভিনয় সকলে মনে রেখেছে।
২০১৮ তে ‘জানে কিঁউ দে ইয়ারো’ ছবিতে অভিনয় করেন তিনি।