মাধোপুর : আজই অফিসিয়ালি ভিকি (Vicky Kaushal) - ক্যাটরিনা (Katrina Kaif) থেকে ভিক্যাট হয়ে যাওয়া। আজই রীতিনীতি মেনে বাঁধা পড়বেন বলিউডের দুই মহাতারকা। তার শুভ সূচনা হয়েই গিয়েছে। ক্যাটরিনা ও ভিকির বিয়ের আগে পুরো রীতিনীতি মেনে শুরু হয়েছে পুজো অর্চনা। পুজো চলছে এখনও ।
ভিকি এবং ক্যাটরিনার বিয়ের সাজের জন্য দিল্লির গাজিপুর মান্ডি থেকে 1500 কেজি অর্ডার করা হয়েছে। বিভিন্ন ধরনের ফুল নিয়ে তিনটি ট্রাক গতকাল রাতেই সিক্স সেন্স ফোর্টে এসে পৌঁছেছে। বর্তমানে মণ্ডপ ও আশপাশের এলাকা ফুলে ফুলে সাজানো হচ্ছে।
বর্তমানে মণ্ডপ ও আশপাশের এলাকা ফুলে ফুলে সাজানো হচ্ছে। মারদানা মহলের সামনের খোলা বাগানে প্রস্তুত মণ্ডপ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাত পাক ঘুরবেন ক্যাটরিনা ও ভিকি। পুরো প্রাসাদ ও বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে রাজকীয় কায়দায়। বিকেলে এখান থেকেই বরযাত্রী বের হবে। একটি ভিনটেজ গাড়িতে বর-বেশে ভিকি কৌশল কনেকে নিতে পৌঁছে যাবেন। বর-কনেকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হবে।
আরও পড়ুন :
আজই সাতপাক, ইন্টারনেট ছেয়ে গেল যুগলের বিয়ের কার্ডে
ভিকিকে তো বটেই, বরযাত্রীদেরও শেরওয়ানির মতো ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যাবে। মহিলারাও সাজবেন ডিজাইনার সনাতনী পোশাকে । বর ও কনেযাত্রীদের জন্য যোধপুর থেকে বিশেষ পাগড়িও অর্ডার করা হয়েছে। একটি সাদা ঘোড়ার উপর বসে, ভিকি কৌশল তোরণে তলোয়ার স্পর্শ করবেন। প্রধান ফটকে তলোয়ার-স্পর্শ করা বিয়ের এক বিশেষ রীতি। সন্ধ্যায় বিয়ের পরে আছে নৈশভোজ। তারপর রাতে রয়েছে পুলপার্টির ব্যবস্থা।
জানা যাচ্ছে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পরিবারের সদস্যরা যেতে পারেন রনথম্ভোরের জঙ্গল সাফারিতে। সঙ্গে থাকার কথা ভিকি-ক্যাটরিনার। ভিকি -ক্যাটরিনার বিয়ের আয়োজন জাঁকজমকপূর্ণ। সওয়াই মাধোপুরের সবথেকে বড় মিষ্টির দোকান থেকে বিয়েবাড়িতে যাচ্ছে পছন্দের মিষ্টি। তালিকায় রয়েছে বাদাম লাড্ডু, চকোলেট লাড্ডু থেকে শুরু করে হরেক রকমের হালুয়া। এখান থেকেই মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল মুম্বইয়ে। তারপরেই হাইপ্রোফাইল সেলিব্রিটি বিয়ের মেনুতে ঠাঁই পেয়েছে রাজস্থানের এই সমস্ত মিষ্টি। এখানেই শেষ নয়। বিয়ের মেনুর তালিকাও দীর্ঘ। বিয়েতে ইতালি থেকে আসছে কেক। কর্ণাটক থেকে আসছে ৭৫ রকমের সবজি। বাঙলা থেকেও যাচ্ছে মিষ্টি। এছাড়া মেনুতে থাকছে বিদেশি ফল । আনা হচ্ছে ১৫০জন রাধুনি।